শিরোনাম
◈ হজ ও ওমরাহ পালন: তালিকা যাচাই ছাড়া কোনো এজেন্সিকে অর্থ না দেওয়ার অনুরোধ ◈ ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টিবলয়, তলিয়ে যেতে পারে ১০ জেলা (ভিডিও) ◈ ফরিদপুরের লোকালয়ে হনুমান, মানুষের সঙ্গে গড়ছে সখ্যতা ◈ মোরেলগঞ্জে সবজির দাম বেড়ে দ্বিগুণ বিপাকে সাধারণ মানুষ ◈ এরদোয়ানের যে কথা রাখেনি আমেরিকা! ◈ মোবাইলে ভিডিওর নেশায় বুঁদ! মস্তিষ্কে যে ভয়াবহ ক্ষতি ডেকে আনছে ◈ চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন: হাতি রক্ষায় ৪০ কোটি টাকার প্রকল্প, বসছে রোবটিক ক্যামেরা ◈ মাইলস্টোন ট্র্যাজেডি: ৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানল তাসনিয়া ◈ নিউ ইয়র্কে পর্যটনবাহী বাস খাদে পড়ে নিহত ৫ ◈ দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫, ১০:৩২ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাওলানা ভাসানী সেতু: উদ্বোধনের পরদিনই ক্যাবল চুরি হওয়া সেই সেতুতে এবার দুর্ঘটনা, নিহত ১

উদ্বোধনের তৃতীয় দিনেই তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে মোটরসাইকেলের ধাক্কায় খদেজা বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই থানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খদেজা বেগম ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে অনেকে সেতু দেখতে যাচ্ছিলেন। ওই সময় রাস্তা পার হওয়ার সময় খদেজা বেগমকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সেতুটি উদ্ধোনের পর এটিই প্রথম দুর্ঘটনা। সেতুটি চালু হওয়ার পর থেকে সকাল থেকে রাত পর্যন্ত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা।

চিলমারী থানার ওসি আশরাফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজন মারা গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

নিহতের নাতি ও চিলমারী উপজেলার ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি মোস্তাফিজ রহমান জানান, মোটরসাইকেলের ধাক্কায় আমার নানি মারা গেছেন। তার মরদেহ শুক্রবার রাত ১০টার দিকে নিজ বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এর আগে বুধবার এ সেতুর উদ্বোধন করেন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে বহুল প্রতীক্ষার এ সেতু উদ্ধোধনের মাত্র একদিনের মাথায় চুরি হয়েছে প্রায় ৩০০ মিটার বৈদ্যুতিক ক্যাবল। এতে সন্ধ্যার পর ঘুটঘুটে অন্ধকার নামে ওই অংশে। এরই মধ্যে শুক্রবার সেতুর সংযোগ সড়কে দুর্ঘটনায় একজনের মৃত্যু হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়