শিরোনাম
◈ মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর ◈  আন্তর্জাতিক মান নিশ্চিতের নির্বাচনি রোডম্যাপ? ◈ ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন ◈ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ ◈ পুলিশ সদস্যের বিরুদ্ধে সহকর্মী নারী কনস্টেবলকে থানা ব্যারাকে ধর্ষণের অভিযোগ: তদন্ত শুরু ◈ আউশকান্দিতে সিএনজি পাম্পে ভয়াবহ আগুন, পুড়েছে বাস ও ১০টি সিএনজি ◈ আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার ◈ ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল ◈ লুকানো ক্যামেরা শনাক্তের সহজ উপায় স্মার্টফোনই, করবেন যেভাবে ◈ আইডি কার্ড বিতর্ক থেকে ঢাকা কলেজ–সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, যা বলছে পুলিশ

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫, ০২:৩২ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষনা দিয়েছেন আওয়ামী লীগের ৮ নেতা।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ননীক্ষীর উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষনা দেন তারা।

সংবাদ সম্মেলনে ৮ জনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মনজ মৌলিক। তিনি লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের মুকসুদপুর উপজেলার ননীক্ষির ইউনিয়ন শাখার সর্বমোট ৮ জন পদত্যাগ করলাম। আমি মনজ মৌলিক, পিতাঃ মৃত রঞ্জিত মৌলিক, সহ সভাপতি, ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগ। কাজী মিজানুর রহমান, পিতাঃ মৃত কাজী আঃ মান্নান, সহ সভাপতি, ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগ।

মোঃ নুর আলম মিয়া, পিতাঃ মৃত আঃ ছামাদ মিয়া, সভাপতি, ১নং ওয়ার্ড, ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগ। রাসেল শেখ, পিতাঃ ইকরাম শেখ, সহ প্রচার সম্পাদক, ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগ। জলিল কাজী, পিতাঃ মৃত আক্কেল কাজী, সাধারণ সম্পাদক, ননীক্ষির ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ। স্বপন শেখ, পিতাঃ তজু মিয়া, সদস্য, ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগ। সুবল রায়, পিতাঃ মৃত শ্রীপতি রায়, সাংগঠনিক সম্পাদক, ৬নং ওয়ার্ড, ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগ ও মোঃ আক্কাচ চোকদার, পিতা মোঃ ছরোয়ার জান চোকদার, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক। 

আমরা ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগ শাখার সকল পদ থেকে স্বেচ্ছায়, স্ব-জ্ঞানে অব্যাহতি নিচ্ছি। আমরা দৃঢ়ভাবে জানাইতেছি যে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকব। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের উর্দ্ধে উঠে আমি ভবিষ্যেতেও দেশে ও জাতির কল্যানে কাজ করে যাবো ।

আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার ও আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবেনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়