শিরোনাম
◈ মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর ◈  আন্তর্জাতিক মান নিশ্চিতের নির্বাচনি রোডম্যাপ? ◈ ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন ◈ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ ◈ পুলিশ সদস্যের বিরুদ্ধে সহকর্মী নারী কনস্টেবলকে থানা ব্যারাকে ধর্ষণের অভিযোগ: তদন্ত শুরু ◈ আউশকান্দিতে সিএনজি পাম্পে ভয়াবহ আগুন, পুড়েছে বাস ও ১০টি সিএনজি ◈ আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার ◈ ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল ◈ লুকানো ক্যামেরা শনাক্তের সহজ উপায় স্মার্টফোনই, করবেন যেভাবে ◈ আইডি কার্ড বিতর্ক থেকে ঢাকা কলেজ–সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, যা বলছে পুলিশ

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫, ০২:০৪ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ২৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি: ‎বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর বিশেষ টহলদল সীমান্ত এলাকায় পরিচালিত একটি অভিযানে ২৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে।

‎বৃহস্পতিবার (২১ আগষ্ট) বিকেলে লালমনিরহাট ১৫ বিজিবি'র এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র কমান্ডিং অফিসার লেঃ কর্নেল মেহেদী ইমাম। এর আগে বৃহস্পতিবার ভোরে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার পশ্চিম রামখানা পরিষদের বিওপি’র আওতাধীন রামখানা এলাকায় এ অভিযান চালানো হয়।

‎বিজিবি'র প্রেস বিজ্ঞপ্তি  সূত্র জানায়, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করতে যাচ্ছিল। বিজিবি টহলদল তাদের উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য মাটির নিচে পুঁতে রাখলেও পরবর্তীতে অভিযান চালিয়ে তা উদ্ধার করা হয়। জব্দকৃত ২৫ কেজি গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ৯০ হাজার টাকা বলে জানা গেছে।

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত। সীমান্তের স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে। স্থানীয় জনগণ মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করবে এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।

‎বিজিবির এই অভিযানকে মাদকমুক্ত বাংলাদেশ গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে জেলার সুশিল সমাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়