অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাটোরে বাবা শহিদুল ইসলামের হাতে মাদকাসক্ত ছেলে শরিফুল ইসলামের (৩০) মৃত্যু হয়েছে। বাবা ধারালো অস্ত্র দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করলে মুহূর্তেই তার মৃত্যু ঘটে। ঘটনার পর থেকে বাবা শহিদুল ইসলাম পলাতক রয়েছে। জানা যায়, মাদকাসক্ত ছেলের সাথে কলহের জেরে বাবা রেগে গিয়ে ছেলের ঘাড়ে কোপ দেয় এবং এতে ছেলের মৃত্যু হয়। নাটোরের সিংড়া উপজেলার মহিষমারী গ্রামে শনিবার দিবাগত মধ্য রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। প্রতিবেশী সেলিম খান জানান, শরিফুল মাদকের টাকার জন্য প্রায়ই পরিবারের লোকজনের সঙ্গে ঝগড়া করতো। এ নিয়ে গ্রামে একাধিকবার বিচার-সালিশও হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি।
এলাকাবাসী অন্যেরা জানান, নিহত শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা চেয়ে প্রায়ই সে মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার করতো। এ নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। শনিবার বিকেল থেকে বাবা-ছেলের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়, যা মধ্যরাত পর্যন্ত গড়ায়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবা শহিদুল ধারালো হাসুয়া দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করলে শরিফুল ঘটনাস্থলেই মারা যায়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত শহিদুল ইসলাম পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।