শিরোনাম
◈ বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান, পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ১৫ আগস্ট শ্রদ্ধার আড়ালে ভয়াবহ ষড়যন্ত্র ঘটেছে : জুলকারনাইন সায়ের ◈ ফিলিস্তিনের প্রতি অন্তর্বর্তী সরকারের সমর্থন অব্যাহত থাকবে, রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ যিনি সম্মানের যোগ্য, তাকে সেই সম্মান দিতে হবে: জিয়াউর রহমান প্রসঙ্গে উপদেষ্টা মাহফুজ আলম ◈ হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীন গ্রেপ্তার ◈ আবাসন সংকটে উত্তাল চবি, প্রশাসনিক ভবনে তালা দিল শিক্ষার্থীরা ◈ ১৭ দিনে এলো সাড়ে ১৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় ◈ মহাখালী পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট (ভিডিও) ◈ মেঘনায় জাহাজা থেকে চিনি চুরির চেষ্টা, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার ◈ বাগেরহাটের চিংড়ি ঘেরে বিপর্যয় ভাইরাস ও জলবায়ু সংকটে দিশেহারা চাষিরা কোটি টাকার ক্ষতির মুখে

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৫, ০৪:২৪ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে বাবার হাতে মাদকাসক্ত ছেলে খুন

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাটোরে বাবা শহিদুল ইসলামের হাতে মাদকাসক্ত ছেলে শরিফুল ইসলামের (৩০) মৃত্যু হয়েছে। বাবা ধারালো অস্ত্র দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করলে মুহূর্তেই তার মৃত্যু ঘটে। ঘটনার পর থেকে বাবা শহিদুল ইসলাম পলাতক রয়েছে। জানা যায়, মাদকাসক্ত ছেলের সাথে কলহের জেরে বাবা রেগে গিয়ে ছেলের ঘাড়ে কোপ দেয় এবং এতে ছেলের মৃত্যু হয়। নাটোরের সিংড়া উপজেলার মহিষমারী গ্রামে শনিবার দিবাগত মধ্য রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। প্রতিবেশী সেলিম খান জানান, শরিফুল মাদকের টাকার জন্য প্রায়ই পরিবারের লোকজনের সঙ্গে ঝগড়া করতো। এ নিয়ে গ্রামে একাধিকবার বিচার-সালিশও হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি।

এলাকাবাসী অন্যেরা জানান, নিহত শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা চেয়ে প্রায়ই সে মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার করতো। এ নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। শনিবার বিকেল থেকে বাবা-ছেলের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়, যা মধ্যরাত পর্যন্ত গড়ায়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবা শহিদুল ধারালো হাসুয়া দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করলে শরিফুল ঘটনাস্থলেই মারা যায়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত শহিদুল ইসলাম পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়