শিরোনাম
◈ নিরাপত্তা হুমকিতে থাকা সাক্ষীকে সুরক্ষা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ ◈ ভারতকে পাক সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র ◈ আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে: ইসি সচিব ◈ বিশ্বের শীর্ষ মুদ্রায় মুসলিম দেশগুলোর দাপট, প্রথম চারটি মধ্যপ্রাচ্যের ◈ গুলশানকাণ্ডে কোনো উপদেষ্টা জড়িত কিনা, স্পষ্ট হওয়া দরকার: সালাহউদ্দিন আহমদ ◈ অপুকে দিয়ে জোর করে চাঁদাবাজির স্বীকারোক্তির ভিডিও বানানো হয়েছে: দাবি অপুর স্ত্রীর (ভিডিও) ◈ 'যদি কেউ অবৈধভাবে প্রবেশ করে এবং তাকে আটক করা না হয় তাহলে সে সহজেই অদৃশ্য হয়ে যাবে' ◈ চাঁদাবাজিতে আমার সংশ্লিষ্টতা নেই, ৫ আগস্টের পর অপুর সাথে কথা হয়নি : আসিফ মাহমুদ (ভিডিও) ◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধ শিক্ষক মাহফুজার মৃত্যু ◈ ভোলাহাট সীমান্ত দিয়ে আবারও ১৩ জনকে পুশ ইন

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৫, ০৪:০২ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলাহাট সীমান্ত দিয়ে আবারও ১৩ জনকে পুশ ইন

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুচা সীমান্ত দিয়ে আবারও ১৩ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টা থেকে ৫ টার মধ্যে তাদের পুশ ইন করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 
বিজিবি অধিনায়ক বলেন, চামুচা সীমান্তের ১৯৬/২-এস সংলগ্ন এলাকা দিয়ে তাদের পুশ ইন করে  বিএসএফের ১১৯ ব্যাটালিয়নের অধীনে কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা। পরে পুশ ইনের শিকার ব্যক্তিদের আটক করে চাঁনশিকারী ক্যাম্পের বিজিবি সদস্যরা। আটককৃতদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। তাদের পরিচয় নিশ্চিত হয়েছে বিজিবি। এবার পুশ ইনের শিকার ১৩ জনই পুরুষ। 

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আরও বলেন,  আটক ব্যক্তিরা জানিয়েছেন তারা ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন সময়ে কাজের সন্ধানে ভারতে যান। পরে ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে। বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর পুলিশ তাদেরকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর জন্য বিএসএফের কাছে হস্তান্তর করে। 

এর আগে গত ২ জুন ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে আরও ৮ জনকে পুশ করেছিল বিএসএফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়