শিরোনাম
◈ প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল ◈ নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবেন না: অর্থ উপদেষ্টা ◈ জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে : নিপুণ রায় ◈ জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না ◈ চানখাঁরপুলে ৬ হত্যা: ‘পুলিশের পোশাক পরা লোকদের হিন্দিতে কথা বলতে শুনি’ ◈ আপনারে কে এখানে বসাইছে, তার কইলজা খুলিহালাইম, আপনার কইলজাও খুলমু: : কুমিল্লায় বিএনপি নেতার হুমকি ◈ ১১৭ দেশে এই প্রথম নজিরবিহীন তল্লাশি, এস আলম গ্রুপের ৪৭০ ‘শ্যাডো’ কোম্পানিতে লুকানো ২ লাখ কোটি টাকা ◈ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব দেয়ার জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ পুলিশ কর্মকর্তার খোঁজে হিমশিম পুলিশ প্রশাসন ◈ বাংলা‌দে‌শে ইহুদিবিদ্বেষী মন্তব্য, নিরাপত্তা বাহিনীর নির্যাতনসহ যেসব বিষয় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৫, ০২:১১ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ০২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় মাছ ধরার একটি নৌকাসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে টেকনাফ উপজেলার নাফ নদীর মোহনা সংলগ্ন বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

 সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন মো. আলী আহমদের ছেলে মো. ইলিয়াস (৪১), মো. ইলিয়াছের ছেলে আক্কল আলী (২০) ও মো. নুর হোসেন(১৮), কালু মিয়ার ছেলে সাবের হোসেন(২২), মোঃ নুর হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৫)। তাদের সবার বাড়ি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ায়।
 
 ভুক্তভোগী জেলেদের স্বজন ও স্থানীয় অন্য জেলের বরাতে ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, সকালে নাফ নদীর মোহনা সংলগ্ন এলাকার বঙ্গোপসাগরে একটি ইঞ্জিন চালিত একটি নৌকাযোগে বাংলাদেশি ৫ জন জেলে মাছ ধরছিলেন। এক পর্যায়ে তারা জলসীমার মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া অংশে ঢুকে পড়েন। এসময় আরাকান আর্মির সদস্যরা একটি স্পিড বোট যোগে এসে অস্ত্রের মুখে ওই জেলেদের জিম্মি করে নিয়ে যায়।
 
পরে ঘটনাস্থলের আশপাশে থাকা অন্য জেলেরা শাহপরীর দ্বীপে ফিরে এসে ঘটনাটি অবহিত করেন বলে জানান স্থানীয় এ ইউপি সদস্য।
 
 শাহপরীর দ্বীপ জেলে সমিতির সভাপতি আবদুল গনি জানান, শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা এবং ধরে নিয়ে জেলেদের নৌকার মালিক মোহাম্মদ ইলিয়াছকের পরিবারের তিন সদস্যসহ স্থানীয় ৫ জন জেলে সাগরে মাছ ধরতে যায়। সাগর থেকে ফিরে আসার সময় তাদেরকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। জেলের স্বজনরা বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করেছে।
 
তবে ঘটনার ব্যাপারে টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, জেলে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয় লোকজনের মাধ্যমে খবর শুনেছেন। তা সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। ঘটনায় ভুক্তভোগী জেলেদের ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে বলে জানান তিনি। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়