তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের (বিআরজেএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাঈনুদ্দিন রুবেল।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
বিআরজেএ-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোশারফ হোসেন বেলাল।
নবগঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক (দৈনিক নয়া দিগন্ত), সিনিয়র সহ-সভাপতি হান্নান খাদেম (নিউ এইজ), সহ-সভাপতি বাবুল সিকদার (চ্যানেল এস), সাধারণ সম্পাদক মাইনুদ্দীন রুবেল (দেশ রূপান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক হৃদয় (ডেইলি স্টার)। এছাড়া সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান নিটল (দৈনিক বায়ান্ন), অর্থ সম্পাদক মো: খোকন মিয়া (বৈশাখী টেলিভিশন), দফতর সম্পাদক মাজহারুল করিম অভি (ঢাকা পোস্ট), প্রচার সম্পাদক খন্দকার শফিকুল আলম (দৈনিক মানবকণ্ঠ), নির্বাহী সদস্য মো: রোকন উদ্দিন (দৈনিক সংগ্রাম) ও মো: লোকমান হোসেন (ফোকাস বাংলা)।