শিরোনাম
◈ ফেসবুক লাইভে এসে রক্তাক্ত ডাক্তারের বাঁচার আকুতি ◈ শায়খ আহমাদুল্লাহর আবেগঘন পোস্ট ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপারেশন অ্যালার্ট’ জারি ◈ ব্যাংক একীভূত হবেই, আতঙ্কের কিছু নেই: গভর্নর ◈ পৃথিবীর কোথাও বাংলাদেশের মতো ব্যাংক লুট হয়নি: অর্থ উপদেষ্টা ◈ জামিনে বের হয়ে ফের গ্রেফতার শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোতা ◈ ‌কির‌গিজস্তা‌নের ক্লাব মুরাসের কাছে হেরে চ্যালেঞ্জ লিগ থেকে ঢাকা আবাহনীর বিদায় ◈ জাপান ও দ‌ক্ষিণ কেরিয়ার বিরু‌দ্ধে ‌বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যাচ খেলবে ব্রাজিল ◈ জনরায় পেলে মিলেমিশে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের ◈ কোথায় গেল ভোলাগঞ্জের সাদা পাথর?

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৫, ০৮:২৬ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৮ বছর পর মোরেলগঞ্জে বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল: রাজনৈতিক মাঠে নতুন চাঞ্চল্য

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ‘মৎস্যভান্ডার’ সুন্দরবনের উপকূলে ১৮ বছর পর মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৫ আগস্ট এই কাউন্সিলে নতুন করে গঠন করা হবে উপজেলা বিএনপির কমিটি। সর্বশেষ কমিটি গঠন হয়েছিলো ২০০৭ সালে, যখন সভাপতি ছিলেন সাবেক এমপি ড. মিয়া আব্বাস উদ্দিন এবং সাধারণ সম্পাদক শহিদুল হক বাবুল।

এরপর থেকে দল সাংগঠনিকভাবে শক্ত হতে পারেনি। আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে দলীয় কার্যক্রম স্তব্ধ হয়ে পড়েছিল। নেতাকর্মীরা নানা মামলা ও হয়রানির মুখে পড়েন, কেউ কেউ সংসার-পরিবার ছেড়ে অন্যত্র চলে যান।

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে বিএনপি রাজপথে সক্রিয় হয়। মোরেলগঞ্জে দলটির সাংগঠনিক কর্মকাণ্ড দৃশ্যমানভাবে শুরু হয়। ধাপে ধাপে উপজেলার ১৬ ইউনিয়ন, ১৪৪ ওয়ার্ড ও পৌরসভায় কাউন্সিল সম্পন্ন করে সকল ইউনিটে ভোটের মাধ্যমে কমিটি গঠন করা হয়।

প্রতিটি ইউনিট থেকে (পৌরসভা বাদে) পাঁচজন করে মোট ১,১৩৬ জন ভোটার উপজেলা কাউন্সিলে ভোট দেবেন। তাদের ভোটে নির্বাচিত হবেন উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও দু’জন সাংগঠনিক সম্পাদক।

কাউন্সিলকে ঘিরে উপজেলা বিএনপির মধ্যে দুইটি প্যানেল গঠিত হয়েছে। একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী খায়রুজ্জামান শিপন, আর অপরটির নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক, অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।

অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের প্যানেলে সভাপতি পদে আছেন অধ্যাপক আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ এবং সাংগঠনিক সম্পাদক পদে অধ্যাপক ফায়জুল হক।

অপর প্যানেলে কাজী খায়রুজ্জামান শিপন সমর্থন দিয়েছেন সভাপতি পদে শহিদুল হক বাবুল ও সাধারণ সম্পাদক পদে ফকির রাসেল আল ইসলামকে।

সভাপতি পদে মোট তিনজন প্রার্থী—সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক শহিদুল হক বাবুল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল আউয়াল এবং এফ.এম শামীম আহসান। সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী এবং সাংগঠনিক সম্পাদক পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দেড় যুগ পর অনুষ্ঠিতব্য এই কাউন্সিল মোরেলগঞ্জে দলীয় কার্যক্রমে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। প্রার্থীরা ভোটারদের ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালাচ্ছেন, অঙ্গীকারপত্র ও লিফলেট বিতরণ করছেন। পথসভা, উঠান বৈঠক, গ্রুপিং, লবিং ও তদবির চলছে তৎপরতার সঙ্গে। উপজেলা সদর ও গুরুত্বপূর্ণ এলাকায় প্রার্থীদের পক্ষে ভোট ও দোয়া চেয়ে শোভাযাত্রার ব্যানার ও ফেস্টুনও শোভা পাচ্ছে।

কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান বাচ্চু জানান, ১৮ বছর পর এই কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এর মাধ্যমে দল আবার নতুন প্রাণ ফিরে পাবে। অনুষ্ঠান সফল করার জন্য উপকমিটি গঠন করা হয়েছে এবং নিরাপত্তাসহ সকল বিষয় গুরুত্বের সঙ্গে নেয়া হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, ১৫ আগস্ট বিএনপির মিলন মেলা সফলভাবে অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়