শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পাল্টা শুল্ক চুক্তি: আগস্টেই সই হতে পারে, রুলস অব অরিজিন ও জাতীয় নিরাপত্তা শর্ত আলোচনায় ◈ সিলেটের সাদা পাথর লুটপাট, আলোচনায় মুফতি ফয়জুল করীম! (ভিডিও) ◈ এক ছাদের নিচে হজযাত্রার সব সেবা, বুকিংয়ে বিশেষ ছাড় ◈ কালের বিবর্তনে বিলুপ্তির পথে বাঁশখালীর ঐতিহ্যবাহী মৃৎশিল্প ◈ ফেসবুক লাইভে এসে রক্তাক্ত ডাক্তারের বাঁচার আকুতি ◈ শায়খ আহমাদুল্লাহর আবেগঘন পোস্ট ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপারেশন অ্যালার্ট’ জারি ◈ ব্যাংক একীভূত হবেই, আতঙ্কের কিছু নেই: গভর্নর ◈ পৃথিবীর কোথাও বাংলাদেশের মতো ব্যাংক লুট হয়নি: অর্থ উপদেষ্টা ◈ জামিনে বের হয়ে ফের গ্রেফতার শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোতা

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৫, ০৮:১৩ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদকের বিরুদ্ধে বিজিবির বড় আঘাত: ৮২ কেজি গাঁজা জব্দ

‎‎জিন্নাতুল ইসলাম জিনৃনা, লালমনিরহাট প্রতিনিধি: ‎মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কুড়িগ্রাম সীমান্তে এক অভিযান চালিয়ে ৮২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।

‎মঙ্গলবার (১২ আগষ্ট) বিকেলে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি সাংবাদিকদের নিকট নিশ্চিত করেন। এর আগে সোমবার দিবাগত রাতে ফুলবাড়ী উপজেলার ধর্মপুর বেপারীটারী এলাকায় পরিচালিত এই অভিযানে ৮২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।

‎ব্যাটালিয়ন ১৫ বিজিবি জানায়, গোপন সূত্রে তারা জানতে পারে যে মাদক পাচারকারীরা ফুলবাড়ী উপজেলার ধর্মপুর বেপারীটারী এলাকা দিয়ে বিপুল পরিমাণ গাঁজা পাচার করবে। এই তথ্যের ভিত্তিতে ১৫ বিজিবির একটি বিশেষ চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গাঁজার বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে বস্তাগুলো থেকে ৮২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৮৭ হাজার টাকা।

১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, মাদকের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। তিনি বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা প্রস্তুত। একই সাথে তিনি মাদক পাচার রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়