শিরোনাম
◈ ফেসবুক লাইভে এসে রক্তাক্ত ডাক্তারের বাঁচার আকুতি ◈ শায়খ আহমাদুল্লাহর আবেগঘন পোস্ট ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপারেশন অ্যালার্ট’ জারি ◈ ব্যাংক একীভূত হবেই, আতঙ্কের কিছু নেই: গভর্নর ◈ পৃথিবীর কোথাও বাংলাদেশের মতো ব্যাংক লুট হয়নি: অর্থ উপদেষ্টা ◈ জামিনে বের হয়ে ফের গ্রেফতার শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোতা ◈ ‌কির‌গিজস্তা‌নের ক্লাব মুরাসের কাছে হেরে চ্যালেঞ্জ লিগ থেকে ঢাকা আবাহনীর বিদায় ◈ জাপান ও দ‌ক্ষিণ কেরিয়ার বিরু‌দ্ধে ‌বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যাচ খেলবে ব্রাজিল ◈ জনরায় পেলে মিলেমিশে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের ◈ কোথায় গেল ভোলাগঞ্জের সাদা পাথর?

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৫, ০৫:২৯ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙ্গায় কাঁচা রাস্তার বেহাল দশা, ৬ শতাধিক শিক্ষার্থীর পড়ালেখা বন্ধের পথে

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আলগী ইউনিয়নে বড়দিয়া গ্রামে কাদা-পানির রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী হওয়ায় ছাত্র-ছাত্রী ও গ্রামবাসী মানববন্ধন করেছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে কাদা-মাটি ও জরাজীর্ণ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও গ্রামবাসী।

প্রতিদিন চলাচলে অনুপোযোগী রাস্তা দিয়ে বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়দিয়া দাখিল মাদ্রাসা ও বড়দিয়া কাওমি মাদ্রাসা ও এতিমখানা এবং পাকা মসজিদের যাতায়াতে ছাত্র-ছাত্রী ও গ্রামবাসী চরম দুর্ভোগে পড়েন। ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ শতাধিক ছাত্র-ছাত্রীর শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। 

সরোজমিনে গিয়ে দেখা যায়, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বড়দিয়া গ্রামে অবস্থিত  সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়দিয়া দাখিল মাদ্রাসা, রড়দিয়া কাওমি মাদ্রাসা ও এতিমখানার পাসে পাকা মসজিদ এবং কবরস্থান রয়েছে। কয়েক গ্রামের ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীদের এই জরাজীর্ণ কাদামাটি রাস্তা দিয়ে চলাচল করতে হয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীদের চলাচলে চরম দুর্ভোগে পড়েন। অনুপযোগী রাস্তার কারণে কয়েক গ্রামের
কয়েকশত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। 

স্থানীয়রা জানায়, গ্রামের প্রধান রাস্তাটি টাকুর মোড় থেকে কাজী বাড়ির মোড় হয়ে বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,  আলিয়া মাদ্রাসা, ঈদগাহ মাঠ হয়ে বাবু মাাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে সমান্য বৃষ্টি হলেই কাঁদা পানি সৃষ্টি হয়ে যাতায়াতে অনুপোযোগী হয়ে পড়ে। কাঁচা পানির জন্য ছাত্র-ছাত্রীদের ছোট ছোট ছাত্র-ছাত্রীদের পড়ে গিয়ে বই খাতা নষ্ট হয়। যে কারণে প্রায় শতাধিক শিক্ষার্থী স্কুলে যাওয়া আসা বন্ধ করে দিয়েছে।

এ বিষয় ঐতিহ্যবাহী হরিরহাট বাজার কমিটির সভাপতি মো. মোস্তফা মাতুব্বরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বড়দিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার এবিএম মহিউদ্দিন, মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান, মেরিনা আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ও ছাত্র ছাত্রীবৃন্দ। 

এসময় শিক্ষার্থীরা বলেন, বৃষ্টির ফলে কাঁচা রাস্তাটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিন পানি-কাদা পাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। বই খাতা ভিজে যাচ্ছে। আমাদের যাতায়াতে প্রচন্ড কষ্ট হচ্ছে। অনেক শিক্ষার্থী কষ্ট সইতে না পেরে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। শিক্ষার্থীরা দ্রুত রাস্তাটি সংস্কার করে দেয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন।

এলাকাবাসীর পক্ষে মোস্তফা মাতুব্বর বলেন, অনেক দিনে ধরে ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা এসে পাকা রাস্তা করে দেবে বলে প্রতিশ্রুতি দেয়। কিন্তু চলে যাওয়ার পর তা আর বাস্তবায়ন হয়নি। পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলের রাস্তাটির উপর নির্ভরশীল। এছাড়া বৃদ্ধ ও গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা কেন্দ্রে যাতায়াতে প্রতিনিয়ত  চরম ভোগান্তির শিকার হতে হয়। আমরা অবিলম্বে রাস্তাটি সংস্কারের জোর দাবি জানাই।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রামের কাঁচা রাস্তাটি সংস্কারের জন্য একটা আবেদন পেয়েছি। প্রতি বছর অতি বর্ষণের ফলে সারাদেশে কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। তাই চলতি অর্থ বছরে টিআর, কাবিখা সহ সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের যে অর্থ বরাদ্দ থাকে, সেই অর্থ দিয়ে অতি দ্রুত রাস্তাটি সংস্কার করে শিক্ষার্থী ও এলাকাবাসী চলাচলের উপযোগী করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়