হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ইসমাইল জবিউল্লাহ (২৭) নামের নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সালথা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ওই ছাত্রলীগ নেতাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মনি মোল্যার ছেলে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসমাইল জবিউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। এব্যাপারে আইনগত পক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।