শিরোনাম
◈ পাল্টা শুল্ক আরও কমার ইঙ্গিত দিলেন নিরাপত্তা উপদেষ্টা ◈ গার্ডিয়ানে টিউলিপের সাক্ষাৎকারের ‘ছয়টি উল্লেখযোগ্য বিষয়ে’ বার্গম্যানের অভিমত ◈ পদ্মা-মহানন্দার ভাঙনে হুমকিতে জনপদ, সরানো হচ্ছে নারায়ণপুর ইউপি ভবন, স্থায়ী বাঁধের দাবি ◈ ভাইরাল হওয়াই কাল হল ফুটপাতের সেই বুফে বিক্রেতার! (ভিডিও) ◈ ভাইসা আসি নাই, কথা বলার সময় মুখ সামলায় বলবা : আনোয়ার হোসেন মঞ্জু (ভিডিও) ◈ ফোন হারিয়ে রেলস্টেশনে বিদেশির কান্না ভাইরাল, অভিযোগ পায়নি পুলিশ (ভিডিও) ◈ ফেব্রুয়ারির নির্বাচনে সম্মতি, তবে পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে অটল জামায়াত ◈ রিজার্ভ এখন ৩০.২৫ বিলিয়ন ডলার ◈ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, গুরুত্ব পাবে যেসব বিষয় ◈ বাংলাদেশের মেয়েরা যেভা‌বে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে 

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৫, ১২:৩৭ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে ডিবি হেফাজতে থাকা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক কারাগারে

ইমরুল কায়েশ, যশোর: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দায়ের করা ঢাকার যাত্রাবাড়ী থানার একটি মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার দুপুরে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের খুলনা বিভাগীয় সম্মেলন চলাকালে তাদের আটক করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঢাকা দক্ষিণ যুবলীগের নেতা মো. এনামুল হক ও মো. রোবেল হোসেন। একই সঙ্গে তারা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক।

যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঁইয়া জানান, এনামুল হক ও রোবেল হোসেন যাত্রাবাড়ী থানার সিআর ৯৩৭/২০২৪ মামলার যথাক্রমে ৬২ ও ৬৪ নম্বর আসামি। মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপন সংবাদের ভিত্তিতে তাদের হেফাজতে নেওয়া হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, আটক দুইজনের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় একটি মামলা রয়েছে এবং ময়মনসিংহের একটি মামলায় তাদের নাম আছে। অন্যান্য থানায় মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে।

এদিকে, শনিবার ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম বাদী হয়ে আটক ওই দুই যুবলীগ নেতার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন (মামলা নং–২৯/০৯.০৮.২০২৫)।

যুবদল সভাপতি ওহিদুল ইসলাম অভিযোগ করেন, এনামুল ও রোবেল যাত্রাবাড়ীর যুবলীগ ক্যাডার এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে নিপীড়ন চালিয়ে আসছেন। তারা যশোরে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের সভার আড়ালে নাশকতার পরিকল্পনা করছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়