শিরোনাম
◈ পাল্টা শুল্ক আরও কমার ইঙ্গিত দিলেন নিরাপত্তা উপদেষ্টা ◈ গার্ডিয়ানে টিউলিপের সাক্ষাৎকারের ‘ছয়টি উল্লেখযোগ্য বিষয়ে’ বার্গম্যানের অভিমত ◈ পদ্মা-মহানন্দার ভাঙনে হুমকিতে জনপদ, সরানো হচ্ছে নারায়ণপুর ইউপি ভবন, স্থায়ী বাঁধের দাবি ◈ ভাইরাল হওয়াই কাল হল ফুটপাতের সেই বুফে বিক্রেতার! (ভিডিও) ◈ ভাইসা আসি নাই, কথা বলার সময় মুখ সামলায় বলবা : আনোয়ার হোসেন মঞ্জু (ভিডিও) ◈ ফোন হারিয়ে রেলস্টেশনে বিদেশির কান্না ভাইরাল, অভিযোগ পায়নি পুলিশ (ভিডিও) ◈ ফেব্রুয়ারির নির্বাচনে সম্মতি, তবে পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে অটল জামায়াত ◈ রিজার্ভ এখন ৩০.২৫ বিলিয়ন ডলার ◈ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, গুরুত্ব পাবে যেসব বিষয় ◈ বাংলাদেশের মেয়েরা যেভা‌বে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে 

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫, ১০:৪০ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায়: ৭ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর 

এ এইচ সবুজ, গাজীপুর: গাজীপুরে আলোচিত প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে গ্রেফতার সাতজন আসামির প্রত্যেককে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (৯ আগস্ট) বিকেলে গাজীপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর আল মামুন এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, দুপুরের পর প্রিজন ভ্যানে করে সাত আসামিকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে আদালতে হাজির করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ সময় তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং পুলিশ হেফাজতে নিতে নির্দেশ দেন।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ সাংবাদিকদের জানান, আদালত সাত আসামির প্রত্যেকের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় সারাদেশে এবং গাজীপুরে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আলোচিত এ ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়