শিরোনাম
◈ শূন্য রিটার্ন' জমা দিলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড: এনবিআর ◈ যে ঘটনার কারণে রুশনারা আলী মন্ত্রিত্ব হারালেন! ◈ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ, দুর্ভোগে উত্তরাঞ্চলের মানুষ ◈ কক্সবাজারে মিথ্যা অপহরণ নাটকের মূলহোতা আটক করেছে ট্যুরিস্ট পুলিশ ◈ ইতিহাসের প্রথম পারমাণবিক হামলা সম্পর্কে আপনি কী জানেন? ◈ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সংগ্রহ করা হচ্ছে ৪০,০০০ বডি ক্যামেরা ◈ এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, যেভাবে দেখা যাবে ◈ ৪ বন্দর পেরিয়ে চট্টগ্রামে বাজল সংকেত, ব্রাজিল থেকে আসা কনটেইনারে পাওয়া গেছে তেজস্ক্রিয়তা! ◈ ৪০ বছর ধরে গর্ভে সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন বৃদ্ধা! ◈ এক বছরে দিল্লি ও ঢাকার সম্পর্ক রাতারাতি বদলে গেল কীভা‌বে?

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫, ০৫:০৭ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে একই পরিবারের ৭ জন নিহত: চালক আকবরের বিরুদ্ধে মামলা, পলাতক অভিযুক্তের গ্রেপ্তার অভিযান চলছে

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার একই পরিবারের সাত সদস্য নিহতের ঘটনায় অবশেষে মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে নিহত বাহার উদ্দিনের বাবা আব্দুর রহিম বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা করেন। মামলায় মাইক্রোবাস চালক আকবর হোসেনকে একমাত্র আসামি করা হয়েছে। তিনি এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন।

গত ৬ আগস্ট রাতে প্রবাসী ছেলেকে আনতে ঢাকায় যাচ্ছিলেন বাহারের পরিবারের সদস্যরা। ফেরার পথে নোয়াখালীর চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি ৩০ মিটার গভীর খালে পড়ে যায়। ঘটনাস্থলেই পানিতে ডুবে প্রাণ হারান বাহারের মা, স্ত্রী, মেয়ে, দুই ভাতিজি, ভাবি ও শাশুড়ি।

দুর্ঘটনার পর গাড়ির মালিক মো. রাসেল জানান, চালক আকবর ঘটনাস্থলে প্রায় ৪০-৪৫ মিনিট ছিলেন এবং পরে অসুস্থ হয়ে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে যান। তবে এরপর থেকেই তার মোবাইল বন্ধ এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

বেঁচে ফেরা স্বজনরা অভিযোগ করেন, কুমিল্লার কাছে একবার দুর্ঘটনার মুখে পড়লেও চালক বিশ্রাম নেননি, বরং ঘুমন্ত অবস্থায় গাড়ি চালিয়ে চন্দ্রগঞ্জ এলাকায় দুর্ঘটনা ঘটান।

এই ঘটনায় চালকের লাইসেন্স, প্রশিক্ষণ, অভিজ্ঞতা ও নিয়োগদাতার দায়বদ্ধতা নিয়ে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানায় এবং নিহতদের কবর জিয়ারত করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়