শিরোনাম
◈ কক্সবাজারে মিথ্যা অপহরণ নাটকের মূলহোতা আটক করেছে ট্যুরিস্ট পুলিশ ◈ ইতিহাসের প্রথম পারমাণবিক হামলা সম্পর্কে আপনি কী জানেন? ◈ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সংগ্রহ করা হচ্ছে ৪০,০০০ বডি ক্যামেরা ◈ এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, যেভাবে দেখা যাবে ◈ ৪ বন্দর পেরিয়ে চট্টগ্রামে বাজল সংকেত, ব্রাজিল থেকে আসা কনটেইনারে পাওয়া গেছে তেজস্ক্রিয়তা! ◈ ৪০ বছর ধরে গর্ভে সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন বৃদ্ধা! ◈ এক বছরে দিল্লি ও ঢাকার সম্পর্ক রাতারাতি বদলে গেল কীভা‌বে? ◈ জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো নিউ জিল্যান্ড ◈ ‘গাজীপুর স্টাইলে’ ৫ সাংবাদিককে হত্যার ছক, ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস, তালিকায় যারা আছেন ◈ সপ্তমবার ভাঙলো জাপা!

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৫, ০৫:০৬ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশি মদ পানে ধামরাই দুই জনের মৃত্যু

মো:আদনান হোসেন, ধামরাই ঢাকা থেকে:ঢাকা ধামরাই দেশীয় মদ পান করে বিপল কুজুর (৪৫) ও সুধীর তিগ্যা (৪৫) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার(৮আগষ্ট) সকালে কালামপুর এলাকায় কাশের বাড়ি থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

নিহতরা হলেন,রংপুর জেলার, বাবলু কুজুর ছেলে বিপ্লব  কুজুর, একই এলাকার রংপুর জেলার মিঠাপুকুর  থানার বলদি বাতান গ্রামের ভুবন তিগ্যার ছেলে সুধীর তিগ্যা(৪৫)।

এলাকাবাসী জানান,  বিপ্লব ও সুধীর দুইজনে অনেক দিন ধরে কালামপুর আশ্রয়্যান প্রকল্প  (গুচ্ছগ্রাম) এলাকায় কাশের বাড়িতে ভাড়া থাকতেন তারা দু জনে এলাকায় এলাকায় খালে বিলে গিয়ে কুইচা শিকার করে তারা হাটে বাজারে বিক্রি করতেন। তারা গতকাল রাতে   মদ্যপান করে অসুস্থ হয়ে যায়।পরবর্তীতে এলাকা বাসি তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ধামরাই সদর হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি)মনিরুল ইসলাম  বলেন,কালাপুর এলাকার  স্থানীয় লোকজন ফোন করে জানান, আশ্রয় প্রকল্পে মদ্যপান করে দুই জনের মৃত্যু হয়েছে।ফোন করে এমন খবর জানান পরে ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়