শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ৫০ শতাংশ শুল্কের চাপ: উৎপাদন বাংলাদেশসহ চার দেশে সরিয়ে নিচ্ছে ভারতীয় একটি প্রতিষ্ঠান ◈ এআইয়ের অপব্যবহার রোধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ হবে : ইসি ◈ নির্বাচনের সময় ঘোষণার পরও নানা প্রশ্ন ও দাবির চাপ ◈ মোরেলগঞ্জে ১৫ বছর ধরে বন্ধ পরিবার স্বাস্থ্য কেন্দ্র, চিকিৎসা সেবা বঞ্চিত ৫৫ হাজার মানুষ ◈ নাটোরে ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে গলা কেটে হত্যা ◈ আমি সেলিব্রিটি, আমার ওপর অনেক লোক আছে, এই বলে ভয় দেখাত: সানাই মাহাবুবের স্বামী মুসা (ভিডিও) ◈ বেনাপোল বন্দরের রাজস্ব আহরন বাড়লেও সেবা বাড়েনি! ◈ ভারতে পাচার দুই বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর ◈ ব্যালন ডি’অর ২০২৫ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ ◈ অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া : প্রেস সচিব

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৫, ০২:৪৬ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোরেলগঞ্জে ১৫ বছর ধরে বন্ধ পরিবার স্বাস্থ্য কেন্দ্র, চিকিৎসা সেবা বঞ্চিত ৫৫ হাজার মানুষ

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলবর্তী বাগেরহাটের মোরেলগঞ্জে নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিবার  স্বাস্থ্য কল্যান কেন্দ্রটি একযুগেরও বেশি সময় ধরে পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে। যে কারনে ওই ইউনিয়নের প্রায় ৫৫ হাজার মানুষ স্বাস্থ্য সেবা থেকে হচ্ছেন বঞ্চিত।

কেন্দ্রটি  খোলা থাকছে সপ্তাহে ২দিন। ইউনিয়ন পরিষদের একটি জরাজীর্ণ কক্ষে দায়সারা মতে চলছে এর কার্যক্রম। রয়েছে জনবল সংকট। দীর্ঘ ৮ মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ, শুধু নেই আর নেই। স্থানীয়দের দাবি পরিবার স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রটি নতুন ভবন নির্মাণ করে নিয়মিত কেন্দ্রটি চালু করে গ্রামীন জনপদের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণের।

সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিবার স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রটি ৯০ দশকে এর কার্যক্রম শুরু হলেও পরবর্তিতে এ ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় প্রায় ১৫ বছর পূর্বে পরিত্যাক্ত ঘোষনা করা হয়। পরবর্তীতে  এ কেন্দ্রের স্বাস্থ্যসেবার কার্যক্রম ঝিমিয়ে পড়ায় ৩/৪ বছর ধরে অস্থায়ীভাবে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে কার্যক্রম পরিচালনা হচ্ছে।

এ কেন্দ্রটিতে ৮ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও কর্মরত রয়েছে মাত্র ২ জন। বছরের পর বছর জনবল সংকটে ভুগছে। ৮ মাস ধরে সাধারণ রোগীদের চিকিৎসা ক্ষেত্রে নেই কোন ঔষুধ পত্র। কেন্দ্রটির মূল দায়িত্বে একজন উপ-সহকারী মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও এ পদটি শূন্য রয়েছে ৩ বছর ধরে। এ পদে অতিরিক্ত দায়িত্বে রয়েছেন, আফরোজা পারভীন তিনি সপ্তাহে আসছেন বৃহস্পতিবার ও রবিবার। পরিবার কল্যাণ পরিদর্শিকা এ পদটিও ৩ বছর ধরে শূন্য।

১০/১৫ বছর ধরে নৈশ্যপ্রহরীর পদটিও শূন্য থাকায় কিছুদিন পূর্বে এক জন যোগদান করলেও তিনিও আবার অন্যত্র বদলী হয়ে চলে যান। পরিবার কল্যাণ সহকারী ৭টি পদের মধ্যেও রায়েছে মাত্র ২জন, ৫ জনই একযুগ ধরে শূন্য। পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে একজন মাঠ পর্যায়ে কর্মরত থাকলেও তিনিও নিয়মিত অফিস করেন না। স্থানীয়দের অভিযোগ মাঠ পর্যায়ের এ কর্মকর্তা বিভিন্ন ব্যবসা নিয়ে নিজেকে ব্যস্ত রাখছেন।

চিকিৎসা নিতে আসা হারুন অর রশিদ, সহকারী শিক্ষক জাকারিয়া তালুকদার, ইউপি সচিব মো: সালাউদ্দিন, সংরক্ষিত ইউপি সদস্য পারভীন বেগম, ফরিদা বেগম বলেন, পরিষদের ছোট একটি কক্ষে এ ভাবে কি চিকিৎসা সেবা হয়। ঔষুধপত্র নেই মুল ভবনটি পড়ে বছরের পর বছর পরিত্যাক্ত অবস্থায়। এলাকাবাসির দাবি নতুন ভবন সহ স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের।

এ কেন্দ্রে দায়িত্বরত উপ-সহকারী মেডিকেল অফিসার আফরোজা পারভীন বলেন, তিনি এ কেন্দ্রে অতিরিক্ত দায়িত্ব পালন করায় কেন্দ্রটি ২দিন খোলা রাখা হচ্ছে। জনবল ও ঔষুধপত্র সংকটের বিষয়ে উদ্ধতর্ন কর্মকর্তারা অবহিত আছেন। সাধারণ রোগীদের ক্ষেত্রে ঔষুধপত্র না দিতে পারলেও গর্ভবর্তী মায়েদের কে ঔষুধ এবং সেবা প্রদান করা হচ্ছে।

এ বিষয় উপজেলা পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. হাসান তারেক ছুটিতে থাকায় তাকে পাওয়া যায়নি। এ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ্ বলেন, এ উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  বেশ কয়েকটি কেন্দ্রে সমস্যা রয়েছে। যা ইতি মধ্যে যেনেছি। জনবল সংকট ও ভবনের সমস্যা বিষয়ে উপজেলার মাসিক সমন্বয় সভায় উত্তোলন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে   সমাধানের চেষ্টা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়