শিরোনাম
◈ ২০ শতাংশ শুল্ক সরকারের আরেকটি সফলতা : আসিফ নজরুল ◈ ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে উদ্বেগ, যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ◈ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে  সিরিজ শুরু পাকিস্তানের ◈ পটুয়াখালীর বাউফলে পরকীয়া সন্দেহে শিক্ষক স্ত্রীকে জবাই করে হত্যা ◈ আটকে পড়া বাংলাদেশি কর্মীদের সুখবর দিলো মালয়েশিয়া, বোয়েসেলের মাধ্যমে কর্মী নিয়োগের নতুন সিদ্ধান্ত ◈ বাঙালিদের যদি অত্যাচার ও অবহেলা করা হয়, তাহলে এটি যথেষ্ট আপত্তিকর: অমর্ত্য সেন (ভিডিও) ◈ গুলশানে চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা অপু গ্রেপ্তার ◈ রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন: সেনাবাহিনী ◈ মার্কিন শুল্ক  কমানোর সিদ্ধান্ত রপ্তানিখাতের জন্য ইতিবাচক : জাতীয় পার্টি ◈ গাজার ‘ছোট্ট আমির’: একমুঠো খাবার নিয়ে ফেরার পথে ইসরাইলি গুলিতে প্রাণ গেল শিশুটির

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৫, ০৭:৩১ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দামুড়হুদায় গুলি পিস্তল সহ একজন আটক

হাসমত আলী (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : চুয়াডাঙ্গা দামুড়হুদায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাইদুর রহমান (৩৮) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছে।

আটক সাইদুর রহমান চুয়াডাঙ্গার দামুড়হুদা সদর ইউনিয়নের দশমী এলাকার ব্রিজপাড়ার মৃত কিয়াম উদ্দিনের ছেলে। তিনি বিএনপি-যুবদল ও ছাত্রদলের আয়োজিত বিভিন্ন প্রোগ্রামে অংশ নিতেন বলে নিশ্চিত করেছেন উক্ত সংগঠনের উপজেলার নেতারা। এছাড়া তিনি ইলেক্ট্রনিক্সের ব্যবসা করেন।

চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্প ও দামুড়হুদা মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে দশমী ব্রিজপাড়ায় দামুড়হুদা মডেল থানা পুলিশ ও চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি দল যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে শীর্ষ সন্ত্রাসী সাইদুর রহমানকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ওসি হুমায়ুন কবীর বলেন, পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে পিস্তল-ম্যাগাজিন ও গুলিসহ সাইদুর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে। সাইদুর রহমান রাজনৈতিক কোন পদে আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক কোন পদ নেই বলে জেনেছি, তবে স্থানীয় ৫নং ওয়ার্ড বাজার কমিটির সদস্য বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়