শিরোনাম
◈ চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস এডিবির: রফতানি-উৎপাদনে ধীরগতির প্রভাব ◈ দেশে ভালো কোনো প্রতিষ্ঠান নেই, ব্যাংক খাতের ৮০% অর্থ নিয়ে গেছে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ◈ চাঁদাবাজির অভিযোগে আটক পাঁচ নেতাকে স্থায়ী বহিষ্কার ◈ ওজন কমাতে র‍্যাব কর্মকর্তাকে যে উপদেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্টে ঝুঁকি, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ ◈ মানব বীর্য প্লাজমার প্রতিক্রিয়ায় লিথুয়ানিয়ান নারীর গর্ভধারণে ব্যর্থতা! ◈ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা ◈ নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও নদ-নদীর পানি বৃদ্ধি: কিছু জেলায় আবারও বন্যার শঙ্কা ◈ বিমানবন্দর থেকেই আরও ৮০ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া ◈ গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, হাতেনাতে ৫ জন গ্রেপ্তার

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫, ১১:২৫ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, গুলিবিদ্ধ ১

ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মিল্লাত হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় মো. আফসার (৩২) নামে অপর একজন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

তারা পৌর এলাকার বাসপদুয়া সীমান্ত এলাকায় গেলে ভারতীয় বিএসএফ দুজনকে লক্ষ্য করে গুলি করে। 

গুলিবিদ্ধ দুজনের মধ্যে মিল্লাত ফেনী সদর হাসপাতালে মারা যান। তিনি পরশুরাম পৌর এলাকার বাসপদুয়া গ্রামের মো. ইউসুফ মিয়ার ছেলে। গুরুতর আহত আফসার একই এলাকার এরামতের ছেলে।

স্থানীয় মজনু নামের একজন জানান, রাত সাড়ে ১১টার দিকে বাসপদুয়া এলাকায় গুলির শব্দ শুনে তারা ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করেন। 

২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেন মিল্লাতকে মৃত ঘোষণা করেন। মজনুকে তারা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করেন।

পরিবারের সদস্যদের দাবি, নিহত মিল্লাত ও আহত আফসার মাছ ধরতে বাসপদুয়া সীমান্ত এলাকায় যান। এ সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। 

নিহত মিল্লাতের মা পারভিন আক্তার বলেন, তার ছেলে মাছ ধরতে সীমান্ত এলাকায় যায়। এ সময় বিএসএফ তাদেরকে গুলি করে হত্যা করে।

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নয়ন চন্দ্র দেবনাথ বলেন, গুলিবিদ্ধ  দুজনকে রাত ২টা ২০ মিনিটে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে মিল্লাত নামের একজন আগে মারা যায়। আফসার নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পরশুরাম মডেল থানার ওসি মো. নুরুল হাকিম যুগান্তরকে বলেন, বৃহস্পতিবার রাতে মিল্লাত ও আফসার নামে দুইজন সীমান্ত এলাকায় গেলে তাদের লক্ষ্য করে ভারতীয় বিএসএফ গুলি করে। মিল্লাত নামের একজন ফেনী সদর হাসপাতালে মারা যান। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪ ব্যাটালিয়নের ফেনীস্থ অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন জানান, বাংলাদেশি দুই যুবক সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে গেলে বিএসএফ তাদের গুলি করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়