শিরোনাম
◈ জুলাই গণ-অভ্যুত্থান: গত ১১ মাসে মামলা ১৬০১, চার্জশিট ১২ ◈ টাঙ্গাইলের মধুপুরে আনারসের বাম্পার ফলন, প্রতিদিন বিক্রি হচ্ছে ৩ কোটি টাকার আনারস ◈ ভুয়া জুলাই শহীদ শনাক্ত: অনুদান ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ফাঁস প্রতারণা ◈ লক্ষ্মীপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা প্রবাসীর স্ত্রী, ভবিষ্যৎ অনিশ্চিত ৮ বছরের মেয়ের ◈ দাউদকান্দিতে কুখ্যাত অপরাধী আল-মামুনকে কুপিয়ে হত্যা ◈ ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনে অগ্রাধিকার দেবে বিএনপি: মির্জা ফখরুল ◈ নারায়ণগঞ্জ থেকে চোরাই ট্রাক উদ্ধার: পার্বতীপুরে হাতেনাতে ধরা পড়ল চালক ও চোরচক্রের সদস্য ◈ কুড়িগ্রাম হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক অনুপস্থিত: ভাড়াটে ডিএমএফ-এর অবহেলায় রোগীর মৃত্যু ◈ ৩৫% মার্কিন শুল্কে ধসে পড়তে পারে রপ্তানি, ঘুষ বেড়েছে পাঁচগুণ, আক্রান্ত সুশাসন: মির্জা ফখরুল ◈ খাগড়াছড়িতে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৪

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫, ০৩:০৫ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় স্ত্রীও ফিরিয়ে দিল, চিরকুটে জীবনের বেদনার গল্প লিখে আত্মহত্যা যুবকের

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ইব্রাহীম খলিল (৩৪) নামে এক যুবক চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে ঘরের দরজা না খোলায় তার পরিবারের সদস্যরা ডাকাডাকি শুরু করেন। সাড়া না পেয়ে দরজার নিচ দিয়ে দেখার চেষ্টা করলে ঝুলন্ত পা দেখতে পাওয়া যায়। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইব্রাহীমের মরদেহ দেখতে পান।

 খবর পেয়ে লক্ষ্মীছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার রাতেই তার দাফন সম্পন্ন হয়।

মারা যাওয়া ইব্রাহীমের পারিবার সূত্রে জানা যায়, প্রথম স্ত্রীর একটি মামলায় জেল খেটে জামিনে বের হয়ে দ্বিতীয় স্ত্রীর কাছে গেলে সেখান থেকেও বিতাড়িত হন তিনি। পরে ইব্রাহীম মা-বাবার আশ্রয়ে লক্ষ্মীছড়িতে ফিরে আসেন। তার ৬ বছর বয়সি এক ছেলে ও ১১ বছর বয়সি এক মেয়ে রয়েছে। মৃত্যুর আগে তিনি জীবনের কিছু ঘটনার বিবরণ দিয়ে একটি চিরকুট লিখে যান, যা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

ইব্রাহীমের বাবা মো. সামশুল ইসলাম বলেন, ‘জেল থেকে ফিরে আসার পর থেকেই ছেলের আচরণ কিছুটা অস্বাভাবিক হয়ে যায়। অনেক বোঝানোর চেষ্টা করেছি, প্রতিবেশীরাও পাশে ছিল। কিন্তু শেষরক্ষা হলো না। রাতে ঘুমাতে গিয়ে আর ফেরেনি।’ উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়