শিরোনাম
◈ দেশে ভালো কোনো প্রতিষ্ঠান নেই, ব্যাংক খাতের ৮০% অর্থ নিয়ে গেছে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ◈ চাঁদাবাজির অভিযোগে আটক পাঁচ নেতাকে স্থায়ী বহিষ্কার ◈ ওজন কমাতে র‍্যাব কর্মকর্তাকে যে উপদেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্টে ঝুঁকি, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ ◈ মানব বীর্য প্লাজমার প্রতিক্রিয়ায় লিথুয়ানিয়ান নারীর গর্ভধারণে ব্যর্থতা! ◈ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা ◈ নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও নদ-নদীর পানি বৃদ্ধি: কিছু জেলায় আবারও বন্যার শঙ্কা ◈ বিমানবন্দর থেকেই আরও ৮০ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া ◈ গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, হাতেনাতে ৫ জন গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিয়ন্ত্রণ হারিয়ে দর্শক গেলারিতে বাস, নিহত ১ আহত ৪

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫, ১২:১৭ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদাবাজ দখলদারদের এদেশের মাটিতে কোনো ঠাঁই নেই তাবেদারি নয়, ত্যাগের রাজনীতি চাই: মোরেলগঞ্জে চরমোনাই পীর

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার এবং সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (সংখ্যানুপাতিক) পদ্ধতি চালুর দাবি জানিয়ে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৫টায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কাপুড়িয়া পট্টিতে আয়োজিত এক বিশাল গণসমাবেশে তিনি বলেন, ‘বিদেশী প্রেসক্রিপশন বাস্তবায়নকারী তাবেদার ও চাঁদাবাজ দখলদারদের এদেশের মাটিতে কোনো ঠাঁই নেই। আমরা ফ্যাসিস্টদের তাড়িয়েছি, আর তাদের ফিরে আসার পথ রুদ্ধ করবো।’

গণসমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন মোরেলগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা এইচএম সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল মাওলানা আব্দুল মজিদ এবং জামায়াতে ইসলামীর বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম।

এছাড়া বক্তব্য রাখেন বাগেরহাট জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, সেক্রেটারি হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা ইউসুফ ইকবাল, মনোনীত প্রার্থী মাওলানা ওমর ফারুক বিন নূরী, শিক্ষক রুহুল আমীন সরদার, উপজেলা সেক্রেটারি মাওলানা আসাদুল্লাহসহ আরও অনেকে।

সমাবেশ শুরুর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হলে কাপুড়িয়া পট্টি জনসমুদ্রে রূপ নেয়। প্রবল বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা সমাবেশস্থলে দীর্ঘক্ষণ অবস্থান করেন এবং চরমোনাই পীর সাহেবের বক্তব্য মনোযোগ দিয়ে শ্রবণ করেন। পীর সাহেব চরমোনাই আরও বলেন, “ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমেই দেশে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তাই আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করতে হবে।”

গণসমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হলেও এর প্রভাব এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। স্থানীয়ভাবে এ সমাবেশকে ইসলামী আন্দোলনের সাংগঠনিক শক্তির বড় বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়