শিরোনাম
◈ চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস এডিবির: রফতানি-উৎপাদনে ধীরগতির প্রভাব ◈ দেশে ভালো কোনো প্রতিষ্ঠান নেই, ব্যাংক খাতের ৮০% অর্থ নিয়ে গেছে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ◈ চাঁদাবাজির অভিযোগে আটক পাঁচ নেতাকে স্থায়ী বহিষ্কার ◈ ওজন কমাতে র‍্যাব কর্মকর্তাকে যে উপদেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্টে ঝুঁকি, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ ◈ মানব বীর্য প্লাজমার প্রতিক্রিয়ায় লিথুয়ানিয়ান নারীর গর্ভধারণে ব্যর্থতা! ◈ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা ◈ নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও নদ-নদীর পানি বৃদ্ধি: কিছু জেলায় আবারও বন্যার শঙ্কা ◈ বিমানবন্দর থেকেই আরও ৮০ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া ◈ গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, হাতেনাতে ৫ জন গ্রেপ্তার

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫, ১২:১৫ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা: দাউদকান্দিতে অবৈধভাবে চুন কারখানা পরিচালনা ও অবৈধ গ্যাস ব্যবহার করায় কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাখারাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দাউদকান্দি শাখাসহ মোট ৫টি টিম পৌরসভার মাইজপাড়া এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সূত্র জানায়,দেবিদ্বার উপজেলার ধামতি গ্রামের আবু তাহেরের ছেলে আবু শাহীন পৌরসভার মাইজপাড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল হক শরীফ হকের স্ত্রী বেগম সুফিয়া ও ছেলে মোহাম্মদ দুলাল শরীফের সঙ্গে একটি চুক্তিনামা করে জায়গাটি ভাড়া নেয়। ভাড়া নিয়ে এখানে অতি গোপনীয়ভাবে বাখারাবাদ গ্যাসের মূল পাইপ লাইন থেকে অবৈধ সংযোগ নিয়ে
অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে একটি চুন কারাখানা গড়ে তুলে।

এতে ৬ ইঞ্চি বিতরণ লাইন থেকে দেড় ইঞ্চি পাইপ লাইন ও ভাল্ব এর মাধ্যমে সরাসরি ৬০ পিসিআই(৪বার)এর বিতরণ লাইনের দুইটি পয়েন্ট থেকে প্রতিটি পয়েন্টে ৫ টি করে ফোকাস বার্ণারে মোট ১০ টি ১৫০ সিএফএইচ ফোকাস বার্ণারে গ্যাস সংযোগ ছিল এবং এর ওপরে ফোর-ফরটি মূল বিদ্যুৎ লাইন থাকায় যেকোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারত। এতে আাশপাশের বাসিন্দাসহ ঢ়াকা-চট্রগ্রাম মহাসড়ক এলাকার ব্যাপক ক্ষতিসাধন হতো। তাই বিষয়টি মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় বাখারাবাদ গ্যাস কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেওয়া দাউদকান্দি গ্যাস অফিস শাখার প্রকৌশলী অম্লান কুমার দত্ত জানান," স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকাল ৪ টা থেকে একটি অবৈধ চুন কারখানায় অভিযান পরিচালনা করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সরকারি সম্পদ রক্ষা করি।

অবৈধ ভাবে গ্যাস সংযোগ নেওয়ায় ও সরকারী সম্পদ ক্ষতি সাধন করায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের উধ্বর্তন কর্তৃপক্ষের পরামর্শক্রমে কারখানাটির মূল মালিক আবু শাহীন এবং এর মূল হোতাদের বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এবিষয়ে জানতে চাইলে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলাম জানান," মাইজপাড়ায় একটি চুন কারাখানা আছে এ বিষয়টি আমার জানা ছিল না।। তবে গ্যাস কর্তৃপক্ষ আমাকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি জানায়। তাদের আইনি সহায়তা প্রয়োজন হলে দেওয়া হবে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়