শিরোনাম
◈ দেশে ভালো কোনো প্রতিষ্ঠান নেই, ব্যাংক খাতের ৮০% অর্থ নিয়ে গেছে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ◈ চাঁদাবাজির অভিযোগে আটক পাঁচ নেতাকে স্থায়ী বহিষ্কার ◈ ওজন কমাতে র‍্যাব কর্মকর্তাকে যে উপদেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্টে ঝুঁকি, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ ◈ মানব বীর্য প্লাজমার প্রতিক্রিয়ায় লিথুয়ানিয়ান নারীর গর্ভধারণে ব্যর্থতা! ◈ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা ◈ নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও নদ-নদীর পানি বৃদ্ধি: কিছু জেলায় আবারও বন্যার শঙ্কা ◈ বিমানবন্দর থেকেই আরও ৮০ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া ◈ গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, হাতেনাতে ৫ জন গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিয়ন্ত্রণ হারিয়ে দর্শক গেলারিতে বাস, নিহত ১ আহত ৪

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫, ০৮:৪৮ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা দেলোয়ার গ্রেফতার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে একাধিক মামলার পলাতক আসামি এবং সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতা দেলোয়ার হোসেন (৩৩) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গত ২৩ জুলাই (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল চন্দ্রিমা থানাধীন খড়খড়ি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক দেলোয়ার রাজশাহীর তানোর উপজেলার সমাসপুর গ্রামের মো. গোলাপ হোসেনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, চলতি বছরের ১৬ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে ভিকটিম ও তার স্ত্রী নগরীর লক্ষীপুর মোড় থেকে অজ্ঞাত একটি রিকশাযোগে বাসার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বোয়ালিয়া থানাধীন রানীনগর রেশমপট্টি এলাকার ইসকন মন্দিরের সামনে পৌঁছালে গভীর রাতে (৩:৩০ মিনিটে) দুই ছিনতাইকারী মোটরসাইকেলযোগে এসে তাদের গতি রোধ করে।

দুজন ছিনতাইকারী ধারালো হাসুয়া দেখিয়ে জোরপূর্বক ভিকটিমের কাছ থেকে দুটি মোবাইল ফোন (মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা), নগদ ১৫ হাজার টাকা, পাঁচটি এটিএম কার্ড, একটি এনআইডি কার্ড এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। ঘটনার সময় এলাকা জনশূন্য থাকায় ভিকটিমরা চিৎকার করলেও কেউ এগিয়ে আসেননি।

এ ঘটনায় ভিকটিম নিজেই বোয়ালিয়া থানায় অজ্ঞাতনামা দুজনকে আসামি করে ছিনতাই মামলা দায়ের করেন। পরে র‌্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোপন তথ্যের ভিত্তিতে দেলোয়ারকে শনাক্ত ও গ্রেফতার করে।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত দেলোয়ার এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধী। তার বিরুদ্ধে একাধিক ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা রয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়