শিরোনাম
◈ ইতালির পথে লিবিয়ায় বন্দি সাতক্ষীরার তিন যুবক: মুক্তিপণের দাবিতে দালালচক্রের নির্যাতন ◈ আই‌সি‌সি টেস্ট ক্রিকেটে দ্বি-স্তরের কাঠামো চালুর কথা ভাবছে ◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: আহত এক স্কুলছাত্রের মৃত্যু ঢাকা মেডিকেলে, দগ্ধ অন্তত ২৭ ◈ বিমান দুর্ঘটনায় তারেক রহমানের বার্তা, ‘সবাই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই’ ◈ সেই মাইলস্টোন ভবনটিতে ছিল ১০০ থেকে ১৫০ শিক্ষার্থী, চলছিল কোচিং ক্লাস ◈ প্রধান উপদেষ্টার শোক, সব ধরনের সহায়তা নিশ্চিত করবে সরকার ◈ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: শিক্ষার্থীসহ ২৭ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি, সবার অবস্থা আশঙ্কাজনক ◈ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ◈ জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা ◈ পোড়া শরীর নিয়ে বের হচ্ছে অনেকে

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৫, ০৭:৩১ বিকাল
আপডেট : ২০ জুলাই, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে সেনাবাহিনী সদস্যদের অভিযান, হেরোইনসহ আটক ৩

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের রামপালে শুক্রবার দিবাগত রাতে সেনাবাহিনীর সদস্যরা অপরাধীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেছেন।

ক্যাম্প কমান্ডার মেজর ইমরুল কায়েসের নেতৃত্বে অভিযানকালে উপজেলার গৌরাম্ভা ইউনিয়নের আদাঘাট গ্রাম থেকে তিন মাদক ব্যবসায়ীকে ২২ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

পরে তাদের বাড়ি তল্লাশি করে নগদ টাকা, অ্যান্ড্রয়েড ফোন, হেরোইন মাপার মেশিন, মোটরসাইকেল, জাল টাকা, বাটন মোবাইল, ব্ল্যাংকচেক পাওয়া যায়। এসব পণ্যের মূল্য সাত লাখ দশ হাজার টাকা। পরে সেনাবাহিনীর সদস্যরা আটক মালামালসহ তিন ব্যক্তিকে রামপাল থানায় হস্তান্তর করেন।

আটক তিনজন হলেন বায়েজিদ হাসান রাব্বি (২২), পিতা মো: আশিকুজ্জামান টমাস, রবিউল ইসলাম রাজু (৩৪), পিতা মো. জিহাদ শেখ ও মোরসালিন শেখ (২৩), পিতা আবুল কালাম শেখ।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে নগদ টাকা ১ লাখ ৯৯ হাজার ৩৩০ টাকা, ২২ গ্রাম হেরোইন, একটি হেরোইন মাপার মেশিন, ৪টি অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন, একটি ইয়ামাহা বাইক, ১০০০ টাকার একটি জালনোট, একটি ব্ল্যাংক চেক, স্বর্ণের এক জোড়া কানের দুল।

আটককৃতদের বিরুদ্ধে পুলিশের আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ক্যাম্প কমান্ডার মেজর ইমরুল কায়েস বলেন, গোপন সূত্রে খবর পাওয়ার পর আমরা অভিযান পরিচালনা করি। মাদক কারবারিদের ধরতে সক্ষম হই। এখন এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়