শিরোনাম
◈ এমপিওভুক্ত পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর ◈ ট্রাম্পের নেতৃত্বে আমদানি শুল্ক বাড়ছে: যে ৫ পণ্যের দাম বাড়তে পারে ◈ বিভিন্ন জেলার ১০২ জন এসি ল্যান্ডকে প্রত্যাহার ◈ গাজীপুরে আসন বাড়বে, কমবে বাগেরহাটে: ইসি ◈ জোয়ারের তোড়ে ভেসে গেল সড়ক, দুর্ভোগে ২০ হাজার বাসিন্দা ◈ রামগতির সাথে বয়ারচরের যোগাযোগ বিচ্ছিন্ন, জোয়ারের তোড়ে ব্রিজের মাটিতে ধ্বস ◈ ৫ ডি‌সেম্বর ২০২৬ সা‌লের ফুটবল বিশ্বকা‌পের ড্র ◈ কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে অনুষদীয় গেটে তালা দিলো শিক্ষার্থীরা ◈ উরুগু‌য়ে‌কে হা‌রি‌য়ে নারী কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল ◈ সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৫, ০৮:০৯ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই-আগস্টের চেতনা ভুললে শহীদদের আত্মা হবে অবমূল্যায়িত: শ্যামল

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। শুক্রবার বিকেলে জেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয় এই কর্মসূচি।

মিছিল শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল।

তিনি বলেন, “জুলাই-আগস্টের চেতনা আমাদের গণতান্ত্রিক আন্দোলনের প্রাণ। এই চেতনা যদি ভুলে যাই, তবে শহীদদের আত্মা অবমূল্যায়িত হবে।”

তিনি আরও বলেন, “ভোটারবিহীন নির্বাচন, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলেছিল। সেই চেতনাকে সামনে রেখে আমাদের জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে।”

বিএনপির ৪ শতাধিক নেতাকর্মী এই গণআন্দোলনে শহীদ হয়েছেন বলেও উল্লেখ করেন শ্যামল। দলের ভেতরে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শ্যামল বলেন, “কিছু দল বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পিআর পদ্ধতিতে নির্বাচনের ষড়যন্ত্র করছে। অথচ নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র জাতীয় সংসদের।”

তিনি আরও অভিযোগ করেন, “যেসব দল ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ আবার ষড়যন্ত্রে লিপ্ত। তাই অবিলম্বে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানাচ্ছি।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়