কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় এক যুবককে অপহরণ, আটকে রেখে নির্যাতন এবং মুক্তিপণ দাবির অভিযোগে চিহ্নিত সন্ত্রাসী রাসেল মুন্সীসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। অভিযানের সময় অপহৃত যুবককে উদ্ধার এবং তাদের কাছ থেকে মাদক, ৫টি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় সেনাবাহিনীর চান্দিনা ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন সংলগ্ন একটি মার্কেটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, ছয়ঘরিয়া গ্রামের কামরুল হাসানের ছেলে হাসিবুল হাসান (২১) কে বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার মোকামবাড়ি এলাকা থেকে অপহরণ করে সন্ত্রাসীরা। দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাকে উদ্ধার করে।
অপহরণের পর ভিকটিমকে বেধড়ক মারধর করা হয়। এ ঘটনায় আটক হওয়া ব্যক্তিরা হলেন:
রাসেল মুন্সী (৩০), পিতা মনির মুন্সী, মহারং মুন্সী বাড়ি
জুয়েল (৩৪), পিতা মৃত সুলতান ভূঁইয়া, মহারং গ্রাম
রাকিবুল হাসান (২৪), পিতা কামাল হোসেন, হারং গ্রাম
মো. কামাল হোসেন (৩০), পিতা মনু মিয়া, বেলাশ্বর গ্রাম
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, ভিকটিম নিজেই বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। আটক চার আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।