শিরোনাম
◈ সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট: তারেক রহমান ◈ এমপিওভুক্ত পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর ◈ ট্রাম্পের নেতৃত্বে আমদানি শুল্ক বাড়ছে: যে ৫ পণ্যের দাম বাড়তে পারে ◈ বিভিন্ন জেলার ১০২ জন এসি ল্যান্ডকে প্রত্যাহার ◈ গাজীপুরে আসন বাড়বে, কমবে বাগেরহাটে: ইসি ◈ জোয়ারের তোড়ে ভেসে গেল সড়ক, দুর্ভোগে ২০ হাজার বাসিন্দা ◈ রামগতির সাথে বয়ারচরের যোগাযোগ বিচ্ছিন্ন, জোয়ারের তোড়ে ব্রিজের মাটিতে ধ্বস ◈ ৫ ডি‌সেম্বর ২০২৬ সা‌লের ফুটবল বিশ্বকা‌পের ড্র ◈ কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে অনুষদীয় গেটে তালা দিলো শিক্ষার্থীরা ◈ উরুগু‌য়ে‌কে হা‌রি‌য়ে নারী কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫, ০৬:৩৫ বিকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দামুড়হুদা উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিম্ন মুখী

হাসমত আলী, দামুড়হুদা চুয়াডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলা এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে হতাশ হয়েছেন অভিভাবকরা। এবছর উপজেলায় মাধ্যমিক স্কুলের মোট ২৩১৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫৮২জন, অকৃতকার্য ৭২০জন। জিপিএ ফাইভ পেয়েছে ১২৩ জন। পাসের হার ৬৮.৩৯%। যা বিগত বছরের তুলনায় ২০% কম পাস করেছে।

অপরদিকে, দাখিল মাদ্রাসা থেকে মোট ৩৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২০৬ জন, অকৃতকার্য ১৩১জন। জিপিএ ফাইভ পেয়েছে ৫ মাত্র  জন‌। এতে দাখিল মাদ্রাসা থেকে  পাসের হার দাড়িয়েছে ৬১.১২% শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে । 

শিক্ষার গুণগত মান ও রেজাল্টের নিন্মগামীতার জন্য প্রশাসনিক দুর্বলতা, বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি, পাঠদানের মানের অভাব এবং মনিটরিং-এর ব্যবস্থা জোরদার করার কথা বলছন  শিক্ষানুরাগীরা।

উপজেলায়  মাধ্যমিক ও দাখিলের  এসএসসির ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়দের মাঝে চরম হতাশা সৃষ্টি হয়েছে। 

উল্লেখ্য বিগত সরকারের আমলে পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি যথাযথ ছিল না। সে সময় ইচ্ছাকৃতভাবে অধিকারে পাশের হার দেখানোর প্রবণতা ছিল। যার কারণে পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়িত হয়নি। কিন্তু বর্তমানে পরীক্ষার খাতা মূল্যায়ন এবং পরীক্ষা নেয়ার পদ্ধতি সঠিক হওয়ার কারণে পরীক্ষার ফলাফল নিম্নমুখী হয়েছে বলে অনেকে মনে করে।

দামুড়হুদা (শিক্ষাঅফিস) উপজেলা একাডেমি সুপারভাইজার রাফিজুল ইসলাম বলেন,  এবছর খাতা ও পরীক্ষা পদ্ধতির মান ভালো হবার কারণে একটু খারাপ হয়েছে। তবে আগামী বছর থেকে শিক্ষার্থীরা ভালো লেখাপড়া করবে এবং উপজেলায় ফলাফল ভালো হবে আশা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়