শিরোনাম
◈ সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট: তারেক রহমান ◈ এমপিওভুক্ত পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর ◈ ট্রাম্পের নেতৃত্বে আমদানি শুল্ক বাড়ছে: যে ৫ পণ্যের দাম বাড়তে পারে ◈ বিভিন্ন জেলার ১০২ জন এসি ল্যান্ডকে প্রত্যাহার ◈ গাজীপুরে আসন বাড়বে, কমবে বাগেরহাটে: ইসি ◈ জোয়ারের তোড়ে ভেসে গেল সড়ক, দুর্ভোগে ২০ হাজার বাসিন্দা ◈ রামগতির সাথে বয়ারচরের যোগাযোগ বিচ্ছিন্ন, জোয়ারের তোড়ে ব্রিজের মাটিতে ধ্বস ◈ ৫ ডি‌সেম্বর ২০২৬ সা‌লের ফুটবল বিশ্বকা‌পের ড্র ◈ কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে অনুষদীয় গেটে তালা দিলো শিক্ষার্থীরা ◈ উরুগু‌য়ে‌কে হা‌রি‌য়ে নারী কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫, ১২:৩৮ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে এসএসসিতে পাসের হার ৬৬.১৫ শতাংশ

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় ৬৬.১৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এছাড়া দাখিল পরীক্ষায় ৭৬.১৭ ও ভোকেশনালে ৮৩.১৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এ জেলায় এসএসসি-দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ১০৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।  

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষা অফিস সূত্র জানায়, লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় ১৫ হাজার ৮০৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১০ হাজার ৪৫৫ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে ৮৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। দাখিলে ৬ হাজার ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৬২৯ জন উত্তীর্ন হয়েছে। এরমধ্যে ১৮০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া ভোকেশনালে ৬১১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০৮ জন উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে ১৫ জন জিপিএ-৫ পেয়েছে।
জানা গেছে, এসএসসিতে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে ৯৪.৮৬ শতাংশ, লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯৭.৬৪, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৯৯.৪৫, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে ৯৭.৯৬, কাজী ফারুকী স্কুলে ৯৯.৬২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এরমধ্যে আদর্শ সামাদে জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন, বালিকাতে ৬৬ জন, প্রতাপগঞ্জে ৯৪ জন, ন্যাশনাল আইডিয়ালে ৩৩ ও কাজী ফারুকীতে ৮৪ জন জিপিএ-৫ পেয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র বলেন, এবার জেলায় এসএসসিতে ৬৬.১৫, দাখিলে ৭৬.১৭ ও ভোকেশনালে ৮৩.১৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়