শিরোনাম
◈ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ◈ শেরপুরে কলেজ ছাত্রকে ক্ষুরাঘাতের জেরে দুপক্ষের সংঘর্ষ, আটক ১৮ ◈ চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার ◈ কুমিল্লায় উপজেলা প্রকৌশলীকে লাথি মেরে বের করে দেয়ার হুমকির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ◈ এবার কক্সবাজারে চুরির পর পুলিশের স্ত্রীকে ধর্ষণ, থানায় মামলা ◈ ময়মনসিংহের ভালুকায় মা এবং দুই সন্তানকে গলাকেটে হত্যার ঘটনায় অভিযুক্ত দেবর গাজীপুরে গ্রেফতার ◈ ‌সি‌রিজ জ‌য়ের স্বপ্ন নি‌য়ে রা‌তে শেষ ম‌্যা‌চে শ্রীলঙ্কার মু‌খোমু‌খি বাংলা‌দেশ ◈ ফিফা নি‌ষেধাজ্ঞায় ফ‌কি‌রেরপুল ইয়ং‌মেন্স ক্লাব ◈ সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়ি ভাঙার খবরে মমতার উদ্বেগ, ভারতের সংস্কার প্রস্তাব ◈ ৭ আগস্ট প্রকাশ করা হ‌বে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত নাম প্রকা‌শের তা‌লিকা

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৫, ১১:৪৫ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ

আইরিন হক, বেনাপোল: প্রতিবছরের মতো এবারও ভারত সরকারকে উপহারের আম পাঠিয়েছে বাংলাদেশ। বুধবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বেনাপোল বন্দর হয়ে ‘ঢাকা মেট্রো-২০-২৭৯০’ নম্বরের একটি ট্রাক ভারতে প্রবেশ করে। ট্রাকটি ভারতের পেট্রাপোল বন্দরের উদ্দেশ্যে পাঠানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দত্তশ্রী রাজিব কুমার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে জানানো হয়, সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই উপহারের আম পাঠানো হয়েছে। উপহারস্বরূপ পাঠানো হওয়ায় আমের শুল্ক মওকুফের অনুরোধও করা হয় চিঠিতে।

বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানান, আমবাহী ট্রাক বন্দরে পৌঁছানোর পর দ্রুত কাস্টমস আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভারতে পাঠানো হয়।

সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের পক্ষে উপহারের আম বেনাপোলের শূন্যরেখা থেকে গ্রহণ করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার আশরাফুর রহমান। তিনি পরবর্তীতে আমগুলো নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেবেন।

কাগজপত্র অনুযায়ী, এই আমের আমদানিকারক হিসেবে উল্লেখ করা হয়েছে ‘ডেপুটি হাইকমিশন, দ্য পিপল অব ইন্ডিয়া’ এবং রপ্তানিকারক হিসেবে ‘মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স, ঢাকা’।

এই আম রপ্তানির কাস্টমস কার্যক্রম সম্পন্ন করে বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান ‘রবি ইন্টারন্যাশনাল’।

দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য উন্নয়নের বার্তা

বাণিজ্য সংশ্লিষ্টরা জানান, প্রতিবছর বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ৫০ হাজার মেট্রিক টন বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। তবে গত ৫ আগস্টের পর দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলেছে। ব্যবসায়ীরা মনে করেন, বাণিজ্য সহজ ও গতিশীল রাখতে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা জরুরি।

তারা আরও জানান, গতবার করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ভারতকে চারটি ট্রাকে করোনা প্রতিরোধক ওষুধ উপহার দিয়েছিল। পাল্টা সৌজন্যে ভারত বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়। এবার আম উপহারের মাধ্যমে আবারও দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্ক জোরদার হবে বলে দুই দেশের প্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন।

ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, বাংলাদেশ উপহাইকমিশনের কর্মকর্তারা উপহারের আম গ্রহণ করেছেন এবং তা নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, "এই শুভেচ্ছা উপহার দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

তিনি আরও জানান, গত বছরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সরকার এক ট্রাক রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম উপহার দিয়েছিল।

আম হস্তান্তরের সময় বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে এ সময় এক ঘণ্টার জন্য গণমাধ্যমকর্মীদের বন্দর এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। ফলে উপস্থিত ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে মিডিয়াকে মন্তব্য করতে রাজি হননি। পরবর্তীতে বন্দর ও কাস্টমসের রেজিস্টার থেকে তথ্য এবং রাতে ছবিসহ চিঠি বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়