শিরোনাম
◈ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ◈ শেরপুরে কলেজ ছাত্রকে ক্ষুরাঘাতের জেরে দুপক্ষের সংঘর্ষ, আটক ১৮ ◈ চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার ◈ কুমিল্লায় উপজেলা প্রকৌশলীকে লাথি মেরে বের করে দেয়ার হুমকির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ◈ এবার কক্সবাজারে চুরির পর পুলিশের স্ত্রীকে ধর্ষণ, থানায় মামলা ◈ ময়মনসিংহের ভালুকায় মা এবং দুই সন্তানকে গলাকেটে হত্যার ঘটনায় অভিযুক্ত দেবর গাজীপুরে গ্রেফতার ◈ ‌সি‌রিজ জ‌য়ের স্বপ্ন নি‌য়ে রা‌তে শেষ ম‌্যা‌চে শ্রীলঙ্কার মু‌খোমু‌খি বাংলা‌দেশ ◈ ফিফা নি‌ষেধাজ্ঞায় ফ‌কি‌রেরপুল ইয়ং‌মেন্স ক্লাব ◈ সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়ি ভাঙার খবরে মমতার উদ্বেগ, ভারতের সংস্কার প্রস্তাব ◈ ৭ আগস্ট প্রকাশ করা হ‌বে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত নাম প্রকা‌শের তা‌লিকা

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৫, ০৩:১৯ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দামুড়হুদার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাবুর লাশ ৭ দিন পর ফেরত

হাসমত আলী, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কৃষক ইব্রাহিম বাবুর লাশ ৭ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে ৭৬ নম্বর সীমান্ত পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করা হয়।

লাশ গ্রহণের সময় উপস্থিত ছিলেন বিজিবি ৬ ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার ও ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ড্যান্ট। ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানা পুলিশ লাশটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

দর্শনা থানার ওসি মো. শহিদ তিতুমির জানান, যথাযথ আইন ও আনুষ্ঠানিকতা মেনে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

লাশ ফিরিয়ে আনার সময় সীমান্ত এলাকায় নিহতের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। বিকাল ৪টা থেকে লাশ ফেরতের অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা। নিহত বাবুর ৩ বছর বয়সী মেয়ে আয়েশা দাদির কোলে চড়ে বাবার লাশের মুখ দেখতে আসে।

প্রসঙ্গত, গত ২ জুলাই (বুধবার) দুপুরে দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. নুর ইসলামের ছেলে কৃষক ইব্রাহিম বাবু (২৭) সীমান্তের ৭৯ নম্বর পিলারের কাছে গরুর জন্য ঘাস কাটতে গেলে ভারতীয় টহলরত বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে।

বিজিবি-৬ এর উপ-অধিনায়ক মেজর আসিব মাহমুদ ও বিএসএফ-৩২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়