শিরোনাম
◈ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ◈ শেরপুরে কলেজ ছাত্রকে ক্ষুরাঘাতের জেরে দুপক্ষের সংঘর্ষ, আটক ১৮ ◈ চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার ◈ কুমিল্লায় উপজেলা প্রকৌশলীকে লাথি মেরে বের করে দেয়ার হুমকির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ◈ এবার কক্সবাজারে চুরির পর পুলিশের স্ত্রীকে ধর্ষণ, থানায় মামলা ◈ ময়মনসিংহের ভালুকায় মা এবং দুই সন্তানকে গলাকেটে হত্যার ঘটনায় অভিযুক্ত দেবর গাজীপুরে গ্রেফতার ◈ ‌সি‌রিজ জ‌য়ের স্বপ্ন নি‌য়ে রা‌তে শেষ ম‌্যা‌চে শ্রীলঙ্কার মু‌খোমু‌খি বাংলা‌দেশ ◈ ফিফা নি‌ষেধাজ্ঞায় ফ‌কি‌রেরপুল ইয়ং‌মেন্স ক্লাব ◈ সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়ি ভাঙার খবরে মমতার উদ্বেগ, ভারতের সংস্কার প্রস্তাব ◈ ৭ আগস্ট প্রকাশ করা হ‌বে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত নাম প্রকা‌শের তা‌লিকা

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৫, ০৮:২১ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় মৌসুমি বৃষ্টিতে দুর্ভোগে শিক্ষার্থী ও কর্মজীবীরা

হৃদয় হাসান,কুমিল্লা: কুমিল্লা নগরীতে সক্রিয় হয়েছে মৌসুমি বায়ুর প্রভাব। এরই ধারাবাহিকতায় সোমবার (৭ জুলাই) দিবাগত রাত ১২টার পর থেকে হালকা বৃষ্টিপাত শুরু হয়, যা এই প্রতিবেদন লেখা পর্যন্ত (মঙ্গলবার সকাল সাড়ে ১০টা) অব্যাহত রয়েছে। এসময় পর্যন্ত ৩০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। 

আবহাওয়াবিদদের পূর্বাভাস বলছে, আগামী ৭২ ঘণ্টা হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এদিকে, টানা বৃষ্টিতে মঙ্গলবার সকালে কুমিল্লা নগরীতে তৈরি হয় দুর্ভোগের চিত্র। নগরীর বিভিন্ন মোড় ও সড়কে বৃষ্টির কারণে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো। ছাতা ও রেইনকোটে সজ্জিত হয়ে পাড়ি দিতে হচ্ছে জলাবদ্ধ সড়ক।

নগরীর বাগিচাগাঁও মোড়ে কথা হয় কুমিল্লা পুলিশ লাইন স্কুলের শিক্ষার্থী ইফান মাহমুদের সাথে। তিনি বলেন, "স্কুল পৌঁছাতে দেড় কিলোমিটার পথ হেঁটে আসতে হয়। বৃষ্টিতে রিকশা নিবো ভেবেছিলাম, কিন্তু ভাড়া বেশী চাওয়ায় সেটা আর নিই নি। তাই হেঁটে হেঁটেই যাচ্ছি।"

নগরীর অশোকতলা এলাকার বাসিন্দা ও বেসরকারী কর্মজীবী সেলিনা হোসেন বলেন, "সকাল ৯ টার সময় অফিসের উদ্দেশ্যে বের হয়েছিলাম। পায়ে হেঁটে, ভিজে ভিজে অফিসে যেতে হচ্ছে। এই শহরে বৃষ্টি মানেই ভোগান্তি। বৃষ্টি হলেই রিকশাওয়ালাগুলোর দাম বেড়ে যায়। তারা ২০ টাকার ভাড়া ৪০ টাকা চায়।"

নগরীর বাগিচাগাঁও, নিউ মার্কেট, টমছমব্রিজ, কান্দিরপাড়, ধর্মপুর রেলগেট, পুলিশলাইন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক সড়কেই পানি জমা শুরু করেছে। টানা বৃষ্টি হলে থাকলে জলাবদ্ধতা তৈরী হতে পারে বলে মনে করছেন নগরবাসীরা৷ 

এদিকে, বৃষ্টি একদিকে যেমন স্বস্তি আনছে প্রকৃতিতে, তেমনি নগরীর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাপনার দুর্বলতা আবারও সামনে এনে দিয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে দুর্ভোগ বাড়তে পারে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান জানিয়েছেন, মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। এই ধরনের বৃষ্টি আরো তিন দিন থাকতে পারে। ফলে নগরবাসীকে সতর্কভাবে চলাফেরার পরামর্শ দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়