শিরোনাম
◈ বিভিন্ন জেলার ১০২ জন এসি ল্যান্ডকে প্রত্যাহার ◈ গাজীপুরে আসন বাড়বে, কমবে বাগেরহাটে: ইসি ◈ জোয়ারের তোড়ে ভেসে গেল সড়ক, দুর্ভোগে ২০ হাজার বাসিন্দা ◈ রামগতির সাথে বয়ারচরের যোগাযোগ বিচ্ছিন্ন, জোয়ারের তোড়ে ব্রিজের মাটিতে ধ্বস ◈ ৫ ডি‌সেম্বর ২০২৬ সা‌লের ফুটবল বিশ্বকা‌পের ড্র ◈ কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে অনুষদীয় গেটে তালা দিলো শিক্ষার্থীরা ◈ উরুগু‌য়ে‌কে হা‌রি‌য়ে নারী কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল ◈ সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু ◈ ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নিউইয়র্ক বন্দুক হামলা: হামলাকারীর চিরকুটে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৫, ০৮:০৯ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে এ.কে. আজাদের বাড়িতে চড়াও : ১৩ বিএনপি নেতাকর্মীর জামিন

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ‘আওয়ামী লীগের গোপন মিটিং হচ্ছে’ এমনটি দাবি করে হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফরিদপুর-৩ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এ. কে. আজাদের ফরিদপুর শহরের ঝিলটুলীস্থ বাড়ির সামনে ফরিদপুর মহানগর বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও বাড়িতে বেআইনিভাবে প্রবেশের মামলায় এজাহারভুক্ত ১৩ আসামিকে জামিন দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (০৮ জুলাই) বেলা ১২টার দিকে ফরিদপুর ১ নম্বর আমলি আদালতে (সদর কোর্ট) আত্মসমর্পণ করেন এ মামলার ১৩ জন আসামি। আদালতটি পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আসিফ এলাহী।

আসামীদের পক্ষের আইনজীবী ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জসীমউদ্দিন মৃধা। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়াসহ বিএনপিপন্থী বেশ কিছু আইনজীবী তাকে সহযোগিতা করেন। 

শুনানির সময় আসামিদের পক্ষের আইনজীবীরা জামিনের পক্ষে আদালতের কাছে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। তবে জামিনের আবেদনের বিরোধীতা করে বক্তব্য দেন বাদীপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী অ্যাড. জসীমউদ্দিন মৃধা বলেন, আদালত দুইপক্ষের বক্তব্য শোনার পর প্রত্যেক আসামিকে ১০০ টাকার বেলবন্ডে এ মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদন দেওয়ার পূর্ব পর্যন্ত সকলের জামিন মঞ্জুর করেছেন। তবে যারা আজকে আদালতে উপস্থিত হননি তারাও পরে আদালতে উপস্থিত হয়ে যাবেন। সকলকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত। 

জানা যায়, মামলার এজাহারভুক্ত আসামি ১৬ জনের মধ্যে ১৩ জন আত্মসমর্পণ করেন। তবে ১১ নম্বর আসামি আজম ওরফে প্রিন্সকে (৪৫) গত সোমবার সন্ধ্যায় পুলিশ গ্রেপ্তার করে। এছাড়া এ মামলার ২ নম্বর আসামি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন ওরফে শিথিল (৩৩) ও ৭ নম্বর আসামি জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সচিব রাকিবুল ইসলাম ওরফে রাকিব (৪৫) মঙ্গলবার আদালতে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। 

এদিকে, জামিন পাওয়ার পর ফরিদপুর মহনগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফাসহ জামিনপ্রাপ্তদের নিয়ে শহরে মিছিল বের করে ফরিদপুর মহানগর বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি আদালত চত্বর থেকে শুরু হয়ে মুজিব সড়ক হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সভার মধ্যে দিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়