শিরোনাম
◈ বিভিন্ন জেলার ১০২ জন এসি ল্যান্ডকে প্রত্যাহার ◈ গাজীপুরে আসন বাড়বে, কমবে বাগেরহাটে: ইসি ◈ জোয়ারের তোড়ে ভেসে গেল সড়ক, দুর্ভোগে ২০ হাজার বাসিন্দা ◈ রামগতির সাথে বয়ারচরের যোগাযোগ বিচ্ছিন্ন, জোয়ারের তোড়ে ব্রিজের মাটিতে ধ্বস ◈ ৫ ডি‌সেম্বর ২০২৬ সা‌লের ফুটবল বিশ্বকা‌পের ড্র ◈ কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে অনুষদীয় গেটে তালা দিলো শিক্ষার্থীরা ◈ উরুগু‌য়ে‌কে হা‌রি‌য়ে নারী কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল ◈ সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু ◈ ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নিউইয়র্ক বন্দুক হামলা: হামলাকারীর চিরকুটে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৫, ০৮:০১ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাজাহানপুরের তিন মাদক সম্রাট সবুজ শিবলু রফিকুল হেরোইনসহ গ্রেফতার

আবদুল ওহাব শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়া শাজাহানপুরের মাদক সম্রাট সবুজ, শিবলু, ও রফিকুলকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শাখা। মঙ্গলবার ৮ জুলাই নন্দীগ্রামের রনবাঘা এলাকা থেকে এই তিনজনকে গ্রেফতার করা হয়। 

ডিবি জানায়, একটি প্রাইভেট কারে তারা এসব মাদক নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ফলো করা হয় এবং তল্লাশি করে তাদের নিকট মাদক ও হেরোইন পাওয়া যায়। এরা একাধিক মাদক  মামলার আসামী এবং বারবার ছাড়া পেয়ে একই কাজে লিপ্ত হয়।

গ্রেফতারকৃতরা হলো, শাহজাহানপুর উপজেলার দুরুলিয়া মৃধাপাড়ার রবিউল ইসলাম ওরফে ভোট এর ছেলে বিচ্চি সবুজ, জোকা মোল্লাপাড়ার শিবলু (২৮), বেতগাড়ি লিচুতলা গ্রামের শেখ রিয়াজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (২৮)।
তিনজনই শাজাহানপুর উপজেলার অধিবাসী।

অভিযানে তাদের কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন,  মোবাইল ও প্রাইভেট কার জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়