শিরোনাম
◈ বিভিন্ন জেলার ১০২ জন এসি ল্যান্ডকে প্রত্যাহার ◈ গাজীপুরে আসন বাড়বে, কমবে বাগেরহাটে: ইসি ◈ জোয়ারের তোড়ে ভেসে গেল সড়ক, দুর্ভোগে ২০ হাজার বাসিন্দা ◈ রামগতির সাথে বয়ারচরের যোগাযোগ বিচ্ছিন্ন, জোয়ারের তোড়ে ব্রিজের মাটিতে ধ্বস ◈ ৫ ডি‌সেম্বর ২০২৬ সা‌লের ফুটবল বিশ্বকা‌পের ড্র ◈ কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে অনুষদীয় গেটে তালা দিলো শিক্ষার্থীরা ◈ উরুগু‌য়ে‌কে হা‌রি‌য়ে নারী কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল ◈ সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু ◈ ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নিউইয়র্ক বন্দুক হামলা: হামলাকারীর চিরকুটে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ২৭ জুলাই, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে  ৬৭ পিস ইয়াবা বড়ি, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ২টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (০৮ জুলাই) ভোর রাতে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কয়ড়া জয়নগর গ্রাম থেকে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কয়রা-জয়নগর গ্রামের মো. আতিয়ার শেখের ছেলে মোশারফ মোল্যা (৪৫) ও একই গ্রামের শাহজাহান খানের ছেলে মো. শামীম খান (৩০)। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। 

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি টহল দল পুলিশের সহযোগিতায় সাতৈর ইউনিয়নের জয়নগর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মোশাররফ শেখ ও শামীম খানকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করেন। মুসা দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে মাদক সরবরাহ করে আসছিল বলে যৌথবাহিনীর জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এলাকায় মাদকের একটি বড় চক্রের সাথে সে জড়িত এবং এলাকাবাসী তাকে ইয়াবা মুসা বলেই চেনেন জানেন। এ ঘটনায় বোয়ালমারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাকিব হোসেন বাদি হয়ে মামলা করেছেন। মামলা নম্বর-৯। আসামীদের আদালতে পাঠানো হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে মাদকসহ গ্রেপ্তার করে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। আসামিদের মঙ্গলবার দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়