মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলোচিত জঙ্গিবিরোধী অভিযান ‘অপারেশন ঈগল হান্ট’ মামলায় নোয়াখালীর সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন চৌধুরীর আদালতে আসাদুজ্জামানকে হাজির করে ৫ দিনের রিমান্ড চেয়ে পুলিশ আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে একই আদালতে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
নোয়াখালী কারাগার থেকে আসাদুজ্জামানকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আমলী আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, ঈগল হান্ট অভিযানের সময় আসাদুজ্জামান কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের এডিসি ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ বলেন, পুলিশ অফিসার ও পুলিশের বিভিন্ন সংস্থার সদস্যরা মিলে যড়যন্ত্র করে শিবগঞ্জের আবুল কালাম আবুর বাড়িতে জঙ্গি নাটক মঞ্চস্থ করে এবং আবুকে হত্যা করে। পরে হেলিকপ্টারে আরো তিনটি বস্তাবন্দী মরদেহ বের করে ওই বাড়িতে নিয়ে যায় এবং তাদের পেটের মধ্যে বোমা বেঁধে রেখে রিমোট কন্ট্রোল দ্বারা বিস্ফোরণ ঘটায়।
নৃশংস এ ঘটনার ৭ বছর পর ২০২৪ সালের ৩ অক্টোবর শিবগঞ্জ থানায় মামলা করেন নিহত আবুর স্ত্রী সুমাইয়া খাতুন। এই মামলায় সাবেক এসপি তৎকালীন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের এডিসি আসাদুজ্জামানসহ আরো কয়েকজনকে আসামি করা হয়। আজ (গতকাল বৃহস্পতিবার) তাকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৬ এপ্রিল গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলার শিবনগর গ্রামে ‘অপারেশন ঈগল হান্টে’ মসলা বিক্রেতা আবুল কালাম আবু নিহত হন।