শিরোনাম
◈ মূল্যস্ফীতির লাগাম টানতে কড়াকড়ি, বিনিয়োগ বাড়াতে ভারসাম্যের খোঁজে বাংলাদেশ ব্যাংক ◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

প্রকাশিত : ০৮ জুন, ২০২৫, ১২:২০ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে বোমা হামলায় বিএনপি কর্মী হত্যা, আহত ৩

আইরিন হক, বেনাপোল(যশোর): : যশোরের বেনাপোলে ঈদের নামাজ আদায়কে  কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘষে জেরে বোমা হামলায়  আব্দুল হাই নামের এক ওয়ার্ড বিএনপি সদস্য হত্যার শিকার হয়েছেন। এসময় আহত হয়েছেন আব্দুল হাইয়ের তিন সহকর্মী। 

আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাত ৯ টার দিকে শার্শার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া  বাজারে এই ককটেল হামলার ঘটনা ঘটে। এদিকে এঘটনার পর থেকে এলাকায় টান টান উত্তজনা বিরাজ করছে। তবে পুলিশ বলছে,অপ্রিতিকর ঘটনা এড়াতে ঐ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ও হত্যা মামলার প্রক্রিয়া চলছে। 

ডুবপাড়া ওয়ার্ড বিএনপি সভাপতি আসাদুজ্জামান জানান, বেনাপোলের ডুবপাড়া ঈদগা ময়দানে ঈদের নামাজ পড়তে আসে পলাতক থাকা আ,লীগের কয়েক জন নেতা,কর্মী। এনিয়ে বিএনপি কর্মী সাঈদের সাথে  কথাকাটাকাটি ও হাতাহাতি হয় ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুজ্জামান  ও সদস্য আব্দুল হাইয়ের সাথে।

বিষয়টি নিয়ে ঈদের পরে শালিশ বসার কথা ছিল। তবে তার আগেই  এদিন বাজার থেকে ভ্যান যোগে  আব্দুল হাইসহ ৪ জন বাড়ি ফেরার পথে ডুবপাড়া বাজারে পৌছালে মটরসাইকেল যোগে সাইদসহ ৬ থেকে ৭ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তাদের লক্ষ্য করে পর পর ৬ টি বোমা হামলা চালায়। এসময় ককটেলের আঘাতে আব্দুল হাইসহ ৪ জন জখম হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আব্দুল হাই। 

এদিকে সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারের সদস্যরা। এ নৃশংস হত্যাকান্ডের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেছে পরিবার।

 নিহতের স্ত্রী জানান, তার নির্দোষ স্বামীকে সন্ত্রাসীরা মেরেছে। স্বামী হত্যার বিচার চাই। বেনাপোল পোর্ট থানা পুলিশের  উপপরিদর্শক মামুন শেখ জানান,অপ্রিতিকর ঘটনা এড়াতে ঐ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ও হত্যা মামলার প্রক্রিয়া চলছে। 

এদিকে এনিয়ে শার্শা-বেনাপোলে গত ২  দিনে সন্ত্রাসীদের হাতে দুইজন হত্যার শিকার হয়েছেন। এতে অনেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ক্ষোভ তুলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়