শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য বাংলাদেশি অ্যাসাইলাম প্রত্যাশীদের জন্য দুসংবাদ ◈ মেজর সিনহাকে পূর্ব পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে : অ্যাটর্নি জেনারেল (ভিডিও) ◈ বৈদেশিক ঋণ পরিশোধে দ্বিগুণ গতি, সুদ ও আসল উভয়ই বেড়েছে ◈ বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকা তুলনাহীন: সেনাপ্রধান ◈ সন্দেহজনক লেনদেনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নাম? যা বললেন বিএফআইইউ প্রধান (ভিডিও) ◈ ২০২৪ সালে প্রবাসী শ্রমিকদের মৃত্যুর রেকর্ড ◈ ছয় জেলায় বন্যার শঙ্কা, নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রমের আশঙ্কা ◈ মেয়রের পদ বুঝিয়ে না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের (ভিডিও) ◈ পদত্যাগ নিয়ে মুখ খুললেন ড. ইউনূস, বিদেশে পাচার ২৩৪ বিলিয়ন ডলার উদ্ধারের পরিকল্পনার কথা জানালেন ◈ মার্কিন ভিসানীতিতে নতুন মোড়: মতপ্রকাশ রুখলেই ভিসা বাতিল

প্রকাশিত : ২৭ মে, ২০২৫, ০৭:১৩ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৫, ১১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাব-রেজিস্টার অফিস থেকে স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম আটক

স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হিরাকে শেরপুর থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার বিকালে শেরপুরের সাব-রেজিস্টার অফিস তাদের আটক করা হয়। পরে সেখান থেকে পুলিশ তাদের শেরপুর সদর থানায় নিয়ে যায়।

শেরপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শেরপুর জেলার সাবরেজিস্ট্রারের কার্যালয়ে জমি বিক্রির সময় তাদের আটক করে ছাত্র-জনতা। এরপর তারা স্ত্রীসহ আটক সাবেক ভূমিমন্ত্রীকে পুলিশে সোপর্দ করেন।

এদিকে আটকদের শাস্তির দাবিতে ছাত্র-জনতা, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।

হীরা প্রথম সংসদ নির্বাচন করেন ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে করলেও প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত হওয়া সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে। তিনি ২০০১ ও ২০০৮ সালে পুনরায় বিএনপির সিরাজুল হককে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৯ সালে হাসিনা দ্বিতীয় মন্ত্রিসভা গঠন করলে তিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচন বয়কট করলে মহাজোটের শরীক জাতীয় পার্টি-জেপির বাবর আলী খানকে ১৯ হাজার ৩৪৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন। 

১ মার্চ দশম সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পান। ২০১৮ সালের নির্বাচনে তিনি মনোনয়নপত্র দাখিল করলেও পরে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া দলীয় নির্দেশে প্রত্যাহার করে নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়