শিরোনাম
◈ ট্রাম্পের বিদেশি শিক্ষার্থী ভর্তি নীতি স্থগিত: হার্ভার্ডে ভর্তিতে আর বাধা নেই ◈ ঈদের আগেই বাজারে আসছে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট: গভর্নর ◈ রাহুল গান্ধীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ◈ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে চলছে একনেক সভা ◈ একসঙ্গে সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ চাইল এনসিপি (ভিডিও) ◈ ড. ইউনূস পদত্যাগ করলে দেশ কোন সংকটে পড়বে? ◈ আইসিজেতে দায়ের ১৬ মামলায় শেখ হাসিনাকে অব্যাহতি, যা জানা গেল ◈ রাজনীতিতে নতুন বাঁক, সংকট উত্তরণে দ্রুত রোডম্যাপে সমাধান দেখছে বিএনপি ◈ নির্বাচনের রোডম্যাপ জুনেই চায় জামায়াত: আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান ডা. শফিকুর রহমানের ◈ সন্ধ্যায় ড. খন্দকার মোশাররফের নেতৃত্বে যমুনায় ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি

প্রকাশিত : ২৪ মে, ২০২৫, ০২:৫২ রাত
আপডেট : ২৪ মে, ২০২৫, ০২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীর্ষ সন্ত্রাসী ‘ঢাকাইয়া’ আকবরসহ ২ জন গুলিবিদ্ধ

চট্টগ্রামের পতেঙ্গায় শত শত দর্শনার্থীদের সামনে প্রকাশ্যে গুলিতে শীর্ষ সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’সহ দুইজন আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে পতেঙ্গা থানার সৈকতের পশ্চিম পয়েন্টে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুইজনের মধ্যে একজন হচ্ছেন- আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর। পুলিশ তাৎক্ষণিকভাবে আহত অপরজনের নাম জানাতে পারেনি।

গুলিবিদ্ধ আকবর নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী পূর্ব মসজিদ জব্বার সওদাগর বাড়ির মোহাম্মদ মঞ্জুরের ছেলে।

পুলিশের ধারণা, প্রতিপক্ষের লোকজন ‘ঢাকাইয়া আকবরকে’ লক্ষ্য করে গুলি করেছে। এই ঘটনায় সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিবিদ্ধ ঢাকাই আকবরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় ঢাকাইয়া আকবর একজন নারী এবং অন্য চারজন ছেলে পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে যান। সৈকতের পশ্চিম পয়েন্টের ২৮ নম্বর দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেলে করে চারজন যুবক ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের মধ্যে একজন আকবর নামে ওই যুবককে লক্ষ্য লরে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এ সময় আকবর দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু তিনি তবুও গুলিবিদ্ধ হন।

আকবরের শরীরে ৪-৫ গুলি লেগেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় পাশে আরও এক দর্শনার্থী গুলিবিদ্ধ হন। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তবে তিনি সৈকতে বেড়াতে গিয়েছিলেন এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিতে চাকরি করেন বলে পুলিশ নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কারাবন্দি ছোট সাজ্জাদ ও ঢাকাইয়া আকবর অপরাধ জগতে একজন আরেক জনের প্রতিদ্বন্দ্বী। একে অপরের সঙ্গে বিরোধ রয়েছে। ঢাকা থেকে পুলিশে দেওয়ার পেছনেও ঢাকাইয়া আকবরের হাত রয়েছে এমন ধারণা সাজ্জাদের। সেই ক্ষোভ থেকেই আকবরকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। যদিও পুলিশ এখনো হামলাকারী কারা সেই বিষয়ে স্পষ্ট করতে পারেনি।

পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম যুগান্তরকে জানান, রাতে হঠাৎ গোলাগুলির ঘটনা ঘটে। এতে আকবর নামে এক যুবক এবং একজন দর্শনার্থী গুলিবিদ্ধ হয়েছেন। আকবরের শরীরে কয়েকটি গুলি লেগেছে। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়