শিরোনাম
◈ ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সরকারকে আর সহযোগিতা নয়: হুঁশিয়ারি বিএনপির ◈ উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ সিদ্ধান্ত ◈ ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটা-তাজা করতে ব্যস্ত সময় পাড় করছেন মালিকরা ◈ চীনের ১৫০ ব্যবসায়ীর ঢাকা সফর: বিনিয়োগ ও বাণিজ্যে নতুন সম্ভাবনা ◈ উত্তরা থেকে সনদপত্র জালিয়াতি চক্রের মূলহোতা  গ্রেপ্তার  ◈ সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই রাহাত গ্রেপ্তার ◈ ইনজু‌রি‌তে সৌম্য, পাকিস্তান সফ‌রে বদলি ‌মে‌হেদী হাসান মিরাজ ◈ পা‌কিস্তান সুপার লিগ খেল‌তে রা‌তে মা‌ঠে নাম‌ছেন সা‌কিব, মিরাজ ও রিশাদ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল ◈ আওয়ামীলীগের নিষেধাজ্ঞা ন্যায়বিচারের দিকে একটি পদক্ষেপ 

প্রকাশিত : ২২ মে, ২০২৫, ১০:৫৪ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাংশায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত

সৈকত শতদল, (রাজবাড়ী) প্রতি‌নি‌ধি : রাজবাড়ীর পাংশায় ওভার‌টেকিং কর‌তে গি‌য়ে ট্রাক চাপায় মোটরসাই‌কে‌লের দুই আ‌রোহী নিহত হ‌য়ে‌ছে। বুধবার (২১ মে) বিকা‌লে রাজবাড়ী-কু‌ষ্টিয়া অঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার মাছপাড়া ইউ‌নিয়‌নের পাগলার মোড় এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন, কু‌ষ্টিয়ার খোকশা উপজেলার কমলাপুর এলাকার মৃত হাবু শেখ এর ছেলে কোরবান শেখ (৫৫)।  এবং একই উপজেলার জানিপুর এলাকার মৃত ফণীভূষণ রায় এর ছেলে অশোক কুমার রায় (৬৫)।  

পাংশা হাইও‌য়ে থানার সার‌জেন্ট মোঃ সবুজ মিয়া ব‌লেন, পাংশা শিকদার জুয়েলার্স স্বর্ণের দোকান থেকে হালখাতা করে পাংশা থে‌কে মোরসাই‌কে‌ল যোগে খোকসা যা‌চ্ছি‌লো দুজন। প‌থে মাছপাড়া ইউনিয়নের পাগলের মোড় এলাকায় পৌছালে সাম‌নে থাকা এক‌টি ট্রাককে ওভার‌টে‌কিং কর‌তে গি‌য়ে চাপা প‌ড়ে। প‌রে স্থানীয়রা তা‌দের গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার ক‌রে পাংশা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক ডা. তানসু সোমা তা‌দের মৃত ঘোষণা ক‌রে।

মোঃ সবুজ মিয়া আরও ব‌লেন, খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। ঘটনার পরপরই ট্রাক নি‌য়ে চালক পা‌লি‌য়ে যায়। তা‌দের আট‌কের চেষ্টা অব‌্যহত র‌য়ে‌ছে।

এ‌দি‌কে দুপুর সা‌ড়ে বা‌রোটার‌ দি‌কে উপজেলার হাবাসপুর ইউ‌নিয়‌নে মোটরসাই‌কে‌লের ধাক্কায় এক কৃষক নিহত হ‌য়ে‌ছে। নিহত ওই কৃষ‌কের নাম লোকমান হোসেন (৪৮)। সে হাবাসপুর মাঠপাড়া গ্রামের বা‌সিন্দা। পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দুপু‌রে হাবাসপুর বাজারে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মটরসাইকেল লোকসান সেন‌কে স্বজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। প‌রে গুরুতর আহতঅবস্থায় পরিবারের লোকজন তাকে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়