শিরোনাম
◈ লোভনীয় বিজ্ঞাপন দিয়ে বিক্রি হতো নকল ডায়াবেটিসের ওষুধ! ◈ দেড় ঘণ্টা অপেক্ষা করেও সাংবাদিক ৫ জন, স্থগিত হল ফারুকীর সংবাদ সম্মেলন ◈ উপদেষ্টারা দায়িত্বের বাইরে গিয়ে এজেন্ডা বাস্তবায়নে চেষ্টা করলে জনগণ মেনে নেবে না: রিজভী ◈ রিয়াল মা‌দ্রিদের জ‌য়ের দি‌নে বিদায় নি‌লেন দুই তারকা ফুটবলার  ◈ সরেজমিনে থানচি : আরাকান আর্মির অনুপ্রবেশ নিয়ে কী জানা যাচ্ছে? ◈ ইং‌লিশ প্রিমিয়ার লিগে সেরা ফুটবলার মোহাম্মদ সালাহ ◈ সংবিধান সংস্কার থেকে নির্বাচনকালীন সরকার: রাজনৈতিক দলগুলোর দাবি ও যুক্তি কী বলছে? ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে সিরিজ জিতলো নিউজিল্যান্ড ‘এ’ দল ◈ ভারত পা‌শে না থাকলে পিএস এ‌লে পা‌কিস্তা‌ন ক্রিকেট বো‌র্ডের  হাজার কোটি টাকার ক্ষতি ◈ গাজার একদিনে ১০০ লক্ষ্যবস্তুতে ইসরায়েলের বিমান হামলা

প্রকাশিত : ২১ মে, ২০২৫, ০৭:৩৭ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দিল মার্কিন সেনা ও বিমানবাহিনী (ভিডিও)

কক্সবাজার সমুদ্রসৈকতে ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে আমেরিকান সেনা ও বিমানবাহিনী। গত ১৮ মে থেকে শুরু হওয়া প্রশিক্ষণ শেষ হয় আজ বুধবার। 

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় কবলিত ভিকটিমদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ৪ দিন ব্যাপী এই প্রশিক্ষণে অংশ নেয় কক্সবাজারের ১৫ জন কর্মকর্তা ও অগ্নিনির্বাপণ কর্মী। 

বুধবার দুপুরে কক্সবাজার সমুদ্রসৈকতের প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়। আমেরিকান দূতাবাসের সহযোগিতায় মার্কিন সেনাবাহিনী ও বিমানবাহিনী বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করে।

প্রশিক্ষণে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বন্যা ও ঘূর্ণিঝড়ের কবলে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার, পানিতে ভেসে যাওয়া থেকে উদ্ধারসহ নানা বিষয়ে জ্ঞান অর্জন করেছেন তারা। 

এদিকে, কক্সবাজার সমুদ্রসৈকতে প্রশিক্ষণের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। যা নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে বিভিন্ন মহলে। 

এ বিষয়ে তানহারুল ইসলাম বলেন, ‘আমেরিকান সেনা ও বিমানবাহিনী কাছ থেকে আমরা শুধু প্রশিক্ষণ নিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তারা কক্সবাজার ত্যাগ করেছেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়