শিরোনাম
◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? ◈ মর‌ক্কোর স‌ঙ্গে প্রী‌তি ম্যাচ খেল‌তে চায় বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার প্রস্তাব ◈ অ‌ক্টোব‌রে বিপিএলের ড্রাফট, নতুন করে চার ভেন্যুর অডিট হবে  ◈ ঢাকার বিদেশ মন্ত্রণালয় কার্যত অভিভাবক শূন্য! ◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও)

প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ০৪:২৯ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলের পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, কারখানা বন্ধ

গাজীপুর মহানগরীতে কলের পানি পান করে একটি কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন। শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর নাওজোর এলাকার ‘ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড’ করাখানায় এই ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ দিকে এ ঘটনার পর থেকে ওই কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও কারখানা শ্রমিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজও ওই কারখানায় শ্রমিকরা কাজে যান। পরে তারা কারখানায় কলের পানি পান করেন। ওই পানি পানের পর অর্ধশতাধিক শ্রমিকের পেট ব্যথা শুরু হয়৷ পরে তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। 

এরমধ্যে শ্রমিকরা উত্তেজিত হলে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

‘ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড’ কারখানার শ্রমিক মেহেদী হাসান জানান, আমাদের কারখানায় প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করেন। সকালে কাজে এসে তাদের মধ্যে অনেকেই কলের পানি পান করেন। এরপরই তারা অসুস্থ হয়ে যান৷ তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন কারখানা ছুটি দেয়া হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের এসপি এ কেএম জহিরুল ইসলাম বলেন, ‘প্রতিদিন শ্রমিকরা কারখানার সাপ্লাইয়ের পানি পান করেন। আজ তারা কারখানার ওই পানি পান করলে ৪০-৫০ জন পেটে ব্যথা অনুভব করে এবং অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক। এ ঘটনার পর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়