শিরোনাম
◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৫:৩০ বিকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্ত এলাকার কৃষদের ভয় পাবার কোন কারণ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাইল ফটো

এম,এ কুদ্দুস,  বিরল (দিনাজপুর) প্রতিনিধি : অর্ন্তর্বর্তীকালীন সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের দেশের প্রায় ৪০ ভাগ কৃষি নির্ভরশীল। যেই সময় আমাদের লোক সংখ্যা ছিল সাড়ে সাত কোটি ঝিল, সেই সময় আমাদের কৃষি জমিও বেশি ছিল। এখন প্রায় ১৮ কোটি লোক , কৃষি জমি অনেক কমে গেছে। তার পরেও কৃষকদের কঠোর পরিশ্রম, উন্নত জাতের বীজ ও কৃষি বিজ্ঞানী এবং কৃষি সংশ্লিষ্টদের প্রচেষ্টার কারনে আমাদের ফসল সন্তষজনক ভাবে উৎপাদন হচ্ছে।

গত বছর বন্যা ও প্রাকৃতিক দূর্যোগের কারনে আমাদের চাল আমাদানী করতে হয়েছে। এবার ধানের উৎপাদন ভাল হওয়ায় আমাদানীর করার প্রয়োজন হবেনা। কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আনতে বরেন্দ্র কর্তৃপক্ষকে সেচ খরচ কমিয়ে দিতে হবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের দূর্নীতি কমিয়ে আনতে হবে।

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মকলেসপুর গ্রামে বোরো ধান ব্রি-ধান-৮৮ কর্তনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সামনে এসব কথা বলেন।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষি ও স্বারাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পাক-ভারত উত্তেজনায় আমাদের দেশের সীমান্ত সম্পূর্ন সুরক্ষিত আছে। সীমান্ত এলাকার কৃষদের ভয় পাবার কোন কারণ নেই। নিশ্চিন্তে তারা তাদের ফসল ঘরে তুলতে পারবেন।
 
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কৃষি জমি যেন আর কমে না যায়, তার জন্য ভ’মি ব্যবহার নীতিমালা কৃষি জমি সুরক্ষা আইন নতুন ভাবে করার জন্য আমরা এতিমধ্যে বসেছি। কিছুদিনের মধ্যেই ভূমি ব্যবহার নীতিমালায় কৃষিজমি সুরক্ষায় নতুন একটি আইন প্রণয়ন করা হবে। কৃষি জমির উপর যেন ইট ভাটা না চলে তার জন্যও আমরা চিন্তা ভাবনা করছি।

বোরো ধান কর্তন উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও বিকেলে তিনি দিনাজপুর সার্কিট হাউজে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় এবং বাংলাদেশ গম ও ভুট্টা ইনষ্টিটিউট পরিদর্শনসহ মতবিনিময় করবেন। এসময় আরো উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রনালয়ের সচিব এমদাদুল্লাহ্ মিয়ান, বরেন্দ্রে’র মহা-পরিচালক মোজাফ্ফর হোসেন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হুসাইন প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়