শিরোনাম
◈ ‌রিয়াল মা‌দ্রিদ ছে‌ড়ে দি‌চ্ছে আন‌চেল‌ত্তিকে, ব্রাজিলের কোচ হতে আর বাধা নেই ◈ আর্জেন্টনার বিস্ময়বালক, যা‌কে দ‌লে নি‌তে রিয়াল মাদ্রিদসহ অ‌নেক ক্লা‌বের লড়াই চল‌ছে ◈ সেনাবাহিনীর মেজর পরিচয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বিয়ে, অতঃপর.. ◈ মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা ◈ নিষেধাজ্ঞা থেকে মুক্তি পে‌লেন রাবাদা, আই‌পিএ‌লে ফির‌তে পার‌বেন ◈ ৪ মাস পর দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া ◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ

প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ০৯:৩৮ রাত
আপডেট : ০৬ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অনশনে বসা প্রেমিকার বিরুদ্ধে মামলা!

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে বিয়ের দাবিতে কুয়েত প্রবাসী প্রেমিকের বাড়িতে অনশনে বসা প্রেমিকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর বিরুদ্ধে আত্মহত্যার হুমকির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৪ মে) প্রেমিক মহিউদ্দিন বিশ্বাসের বড় ভাই আল আমিন বিশ্বাস বাদী হয়ে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। 

আদালতের বিচারক মো. ইমরান হাসান ইপ্তি মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। জানা গেছে, আমতলী পৌর শহরের বরগুনা সরকারী বিশ্ববিদ্যাল কলেজে অধ্যায়নরত এক শিক্ষার্থীর সঙ্গে উপজেলার দক্ষিণ-পশ্চিম আমতলীর আব্দুর রহমান বিশ্বাসের ছেলে কুয়েত প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের ১৬ বছর পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তখন প্রেমিক মহিউদ্দিন দশম শ্রেণীতে এবং প্রেমিকা একই বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে লেখাপড়া করত। মহিউদ্দিন তার সঙ্গে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করেছেন বলে এমন অভিযোগ ওই শিক্ষার্থীর।

২০১৭ সালে মহিউদ্দিন কুয়েত চলে যান। ৮ বছর পর গত ৪ মার্চ মহিউদ্দিন বাড়িতে আসেন। বাড়িতে আসার পর দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক চলে আসছে এবং তাদের সম্পর্ক দুই পরিবার বেশ ভালো করেই জানেন। গত শুক্রবার সকালে মহিউদ্দিন প্রেমিকাকে মুঠোফোনে জানিয়ে দেয় তাকে বিয়ে করা সম্ভব নয়। এমন কথায় ওইদিন রাত ৯টার দিকে প্রেমিকা মহিউদ্দিনের বাড়িতে অনশনে বসেন।

শনিবার রাতে মহিউদ্দিন বিশ্বাসের মা নাসিমা বেগম ওই মেয়েকে তার ছেলের সঙ্গে বিয়ে দেয়ার আশ্বাস দিয়ে ঘরে তুলে নেয়। রবিবার মহিউদ্দিনের বড় ভাই আল আমিন বিশ্বাস বাদী হয়ে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মহত্যার হুমকির অভিযোগ এনে ওই প্রেমিকা শিক্ষার্থীকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার আসামি ওই প্রেমিকা শিক্ষার্থী বলেন, আমার জীবন থেকে মহিউদ্দিন ১৬টি বছর নষ্ট করে দিয়েছে। আমার পরিবার বেশ কয়েকবার বিয়ের উদ্যোগ নিয়েছে কিন্তু মহিউদ্দিন তা ভেঙে দিয়েছে। আমার সঙ্গে মহিউদ্দিন কয়েকবার শারীরিক সম্পর্ক পর্যন্ত করেছে। মহিউদ্দিনের মা আমাদের সম্পর্ক মেনে আমাকে ঘরে তুলে নিয়েছে। এতো কিছুর পর জানতে পারলাম আমার বিরুদ্ধে মহিউদ্দিনের বড় ভাই আল আমিন বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করেছে।

ওই বিষয়ে জানতে প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের মুঠোফোনে (০১৭১৯৭৭০৯০৮) যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। মামলার বাদী আল আমিন বিশ্বাস বলেন, আমার ভাই মহিউদ্দিন বিশ্বাসের সঙ্গে ওই মেয়ের বিয়ে দেয়ার কথাবর্তা চলছে। আমি কেন তার বিরুদ্ধে মামলা দেব? তবে আদালতে আপনার স্বাক্ষর দিয়ে কে মামলা করেছে এমন প্রশ্নের সদুত্তর না দিয়ে তিনি মোবাইল ফোনের সংযোগ কেটে দেন।

বাদী পক্ষের আইনজীবী মো. রেজাউল করিম (রেজা) বলেন, অনশনরত ওই মেয়েকে আসামি করে কুয়েত প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের বড় ভাই আল আমিন বিশ্বাস বাদী হয়ে আমতলী সিনিয়র ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, আদালতের নির্দেশনার কোনো নথিপত্র হাতে পাইনি। আদালতের আদেশ মতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়