শিরোনাম
◈ সহকারী জেলা জজের বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে ধ র্ষ ণের অভিযোগ! (ভিডিও) ◈ আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি ◈ ঢাকায় জাতিসংঘ মিশন স্থাপনে আপত্তি কিছু ইসলামী দলের, অবস্থান স্পষ্ট করল বিএনপি-জামায়াতসহ অন্যরা ◈ মাইলস্টোনে বিমান বিধ্বস্তের সময় ছিল ৫৯০ শিক্ষার্থী ◈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত, প্রজ্ঞাপন জারি ◈ একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায় এনসিপি ও ছাত্রদল ◈ যেই দ্বীপে বাড়ি কিনলেই মিলবে নাগরিকত্ব! সৌন্দর্যের পাশাপাশি পাসপোর্টে মিলছে বৈশ্বিক সুবিধা ◈ বকেয়ায় কয়লা আমদানি করতে না পারায় বন্ধের পথে বাঁশখালী বিদ্যুৎকেন্দ্র! ◈ থানার সামনের পুকুরে সিজুকে পিটিয়ে হত্যা করা হয় (ভিডিও) ◈ সাইবার হামলার হুমকিতে রাশিয়া এরোফ্লোট এয়ারলাইন্স, ডজনখানেক ফ্লাইট বাতিল

প্রকাশিত : ০৩ মে, ২০২৫, ০৬:০০ বিকাল
আপডেট : ২২ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ পাঁচ দিন পর মায়ের মামলা

জিললুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় নিহত ফ্রিজ মেকানিক আরিফুল ইসলাম বকুলের মৃত্যু নিয়ে সন্দেহ সৃষ্টির পাঁচ দিন পর তার মা শরিফুন নেছা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। প্রকৃত রহস্য উদঘটনের জন্যই মূলত শুক্রবার রাতে তিনি আদমদীঘি থানায় মামলাটি দায়ের করেন।

নিহতের পরিবার ও মামলা সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম বকুল মেকানিক হিসেবে নওগাঁয় একটি দোকানে ফ্রিজ মেরামতের কাজ করতেন। প্রতিদিনের মতো গত ২৮ এপ্রিল রাতে কাজ শেষে দোকান থেকে মোটরসাইকেলযোগে তার নিজ বাড়ি কেশরতা গ্রামে ফিরছিলেন। এসময় বগুড়ার-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘির ইন্দইল এলাকায় আশা ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে দূর্ঘটনার শিকার হন তিনি। এ সময় তার মাথা ও শরীর সহ একাধীক স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে সড়কে পড়ে থাকেন। স্থানীয় জনতা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ধারণা করা হয়, মোটরসাইকেলযোগে বকুল ওই স্থানে পৌঁছলে অজ্ঞাত একটি যানবাহন (গাড়ি) তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আদমদীঘি থানায় অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। তদন্ত পূর্বক ট্রাক্টর চালকসহ ঘটনাটির সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়