শিরোনাম
◈ একনেকে ৮১৪৯ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন ◈ ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল ◈ উড্ডয়নের আগেই আগুন: আমেরিকান এয়ারলাইন্সের ১৭৩ যাত্রী রক্ষা পেলেন বড় দুর্ঘটনা থেকে (ভিডিও) ◈ অদ্ভুত রেকর্ড গড়ে আবারও অস্ট্রেলিয়ার কাছে হারল ওয়েস্ট ইন্ডিজ ◈ জুলাই সনদের খসড়া আগামীকালের মধ্যে রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে: আলী রীয়াজ ◈ জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের পর যা যা ঘটেছিলো ◈ এবার যে কারণে সেনাপ্রধানের প্রশংসা করলেন সারজিস আলম ◈ জামায়াত নেতার প্রশংসা করে যা বললেন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান ◈ ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিল বিএনপি: এক বছরে আয় ১৫ কোটি ৬৬ লাখ টাকা ◈ 'মৌসুম যেমনই হোক, বন্ধুত্ব থাকবে', ভারত-মালদ্বীপ সম্পর্কের ‘বরফ গলছে! (ভিডিও)

প্রকাশিত : ০৩ মে, ২০২৫, ০৫:৫৩ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলুর লোকসানে আতঙ্কিত মরিচ চাষীরা

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : তীব্র গরমে ও রোদ উপেক্ষা করে সদ্য লাগানো মরিচের গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বগুড়ার আদমদীঘি উপজেলার মরিচ চাষীরা। এবছর আলুর দরপতনে কৃষকদের ব্যাপক
লোকসানের কারণে আগামীতে কাঁচা মরিচেও অনুরপ লোকসান হয় কিনা এ নিয়ে আতংকে দিন কাটাচ্ছেন মরিচ চাষিরা। তাদের স্বাবলম্বি করতে আসন্ন কাঁচা মরিচের দরপতন রোধে পদক্ষেপ নিতে সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন চাষিরা।

জানা যায়, বগুড়া জেলার আদমদীঘি উপজেলা একটি বিখ্যাত মরিচ চাষের এলাকা। এখনকার উৎপাদিত মরিচ দেশের বিভিন্ন জেলার চাহিদা মেটায়। গত মৌসুমে কৃষকরা কাঁচা মরিচ চাষ করে লাভবান হয়। চলতি বছর কৃষকের আলু চাষ করে বাম্পার ফলন পেলেও আলুর দর পতনে তারা ব্যাপক হারে লোকসানের কবলে পড়ে। আগামীতে আলুর মত কাঁচা মরিচেও দরপতন হওয়ার আতংকে ভুগছেন তারা। কিছু কিছু কৃষক মরিচেও লোকসান হবে বলে এই আতংকে মরিচ চাষ কমিয়ে দিয়েছেন। আবার কেউবা মরিচের দাম আল্লাহর হাতে ছেড়ে দিয়ে মরিচের গাছের পরিচর্যা করছেন।

উপজেলার শালগ্রামের মরিচ চাষী রতন ইসলাম জানায়, গত বছর দেড় বিঘা জমিতে মরিচ চাষ করেছিলাম কিন্তু এবছর কাঁচা মরিচের দাম আলুর মত হয় কিনা এই ভেবে এবার এক বিঘা জমিতে মরিচ চাষ করেছি। আমইল গ্রামের জাহাঙ্গীর আলম জানায়, দেশের প্রেক্ষাপট পরিবর্তনের কারণে চলতি বছর কাঁচা মরিচের দাম কম হওয়ার সম্ভবনা রয়েছে। আল্লাহ যা করেণ সেটায় ভাল। মরিচ চাষী আলতাফ আলী খাঁ জানায়, প্রতি শতক জমিতে একশ করে চারা রোপন করে বাঁশের খুটি দেওয়ার কাজ চলছে। সে মতে প্রতি বিঘায় কম বেশি তিন হাজার কাঁচা মরিচের গাছ রোপন করে ঘাস মারা, পোকামাড়া ঔষধ স্প্রে ও
নিয়মিত সেচ দেওয়ার কাজ করা হচ্ছে। বাংলা আষাঢ় মাসে কাঁচা মরিচ বাজার জাত করণে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়