শিরোনাম
◈ বিহারে অবিশ্বাস্য এক ঘটনা, এক বছর বয়সী বাচ্চার কামড়ে সাপের মৃত্যু! ◈ বুধবার নেপা‌লে শুরু হ‌চ্ছে বিশ্ব টি‌টি চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব, খেল‌বে বাংলাদেশের পুরুষ ও নারী দল  ◈ গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থিদের উত্থান নিয়ে সর্বত্র আলোচনা ও উ‌দ্বেগ ◈ আইপিএল ও পিএসএলে কাজ করা ৫ প্রতিষ্ঠান বিপিএলের দায়িত্ব নিতে চায় ◈ নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় বাংলাদেশি অভিবাসীসহ চারজন নিহত (ভিডিও) ◈ সহকারী জেলা জজের বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে ধ র্ষ ণের অভিযোগ! (ভিডিও) ◈ আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি ◈ ঢাকায় জাতিসংঘ মিশন স্থাপনে আপত্তি কিছু ইসলামী দলের, অবস্থান স্পষ্ট করল বিএনপি-জামায়াতসহ অন্যরা ◈ মাইলস্টোনে বিমান বিধ্বস্তের সময় ছিল ৫৯০ শিক্ষার্থী ◈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ০৩ মে, ২০২৫, ০১:৫২ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পায়রা নদীতে ফের ভেসে উঠল মৃত ডলফিন

ডেস্ক রিপোর্ট : বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে আবারও ভেসে উঠেছে একটি মৃত ডলফিন। শুক্রবার দুপুর ১টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যা সমুদ্র সৈকতসংলগ্ন নদীর তীরে স্থানীয় জেলেরা ডলফিনটির মরদেহ দেখতে পান। পরে পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)'-এর তালতলী সমন্বয়ক আরিফুর রহমানের সহায়তায় এটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ডলফিনের শরীরে গভীর আঁচড়, রক্তাক্ত লেজ ও কেটে যাওয়ার দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার ট্রলারের প্রপেলারের আঘাতে এটির মৃত্যু হয়েছে। পরিবেশবিদ আরিফুর রহমান বলেন, এ ঘটনা শুধু একটি প্রাণীর মৃত্যু নয়, বরং এটি আমাদের সামুদ্রিক পরিবেশের ওপর এক বড় হুমকির ইঙ্গিত। এভাবে ডলফিন মারা যাওয়ার অর্থ, নদীতে নির্বিচারে চলাচলকারী ট্রলার, অতিরিক্ত মাছ ধরা ও দূষণ আমাদের জীববৈচিত্র্যকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে।

তালতলী রেঞ্জ কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ডলফিন মৃত অবস্থায় উদ্ধারের খবর পেয়েছি। বন বিভাগের পক্ষ থেকে এর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের শিক্ষক মীর মোহাম্মদ আলী বলেন, ডলফিনের মৃত্যু শুধু ট্রলারের ধাক্কা নয়, এটি পানি ও পরিবেশের গভীর অবনতির প্রতিফলন। আমাদের নদীগুলোর পানির গুণগতমান দিন দিন ভয়াবহভাবে নেমে যাচ্ছে। শিল্পবর্জ্য, প্লাস্টিক, তেল ও বিষাক্ত রাসায়নিক উপাদান এসব মিশে নদীকে ধীরে ধীরে প্রাণহীন করে দিচ্ছে। এই দূষিত পরিবেশে ডলফিনের মতো সংবেদনশীল প্রাণী টিকে থাকতে পারছে না। এই মৃত্যুগুলো নিছক দুর্ঘটনা নয়- এটা আমাদের প্রশাসনিক ব্যর্থতা ও উদাসীনতার ফল। পরিবেশ রক্ষায় এখনই জরুরি পদক্ষেপ না নিলে শুধু ডলফিন নয়, সামগ্রিকভাবে নদী ও উপকূলীয় প্রাণবৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে।

গত কয়েক মাসে তালতলী ও আশপাশের নদ-নদীতে একাধিকবার মৃত ডলফিন ভেসে ওঠার ঘটনা ঘটেছে। পরিবেশবাদীরা দ্রুত সচেতনতা বৃদ্ধি, ট্রলার নিয়ন্ত্রণ, দূষণ বন্ধ এবং নদী ব্যবস্থাপনায় কঠোর নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন।

সুত্র :  যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়