শিরোনাম
◈ বুধবার নেপা‌লে শুরু হ‌চ্ছে বিশ্ব টি‌টি চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব, খেল‌বে বাংলাদেশের পুরুষ ও নারী দল  ◈ গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থিদের উত্থান নিয়ে সর্বত্র আলোচনা ও উ‌দ্বেগ ◈ আইপিএল ও পিএসএলে কাজ করা ৫ প্রতিষ্ঠান বিপিএলের দায়িত্ব নিতে চায় ◈ নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় বাংলাদেশি অভিবাসীসহ চারজন নিহত (ভিডিও) ◈ সহকারী জেলা জজের বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে ধ র্ষ ণের অভিযোগ! (ভিডিও) ◈ আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি ◈ ঢাকায় জাতিসংঘ মিশন স্থাপনে আপত্তি কিছু ইসলামী দলের, অবস্থান স্পষ্ট করল বিএনপি-জামায়াতসহ অন্যরা ◈ মাইলস্টোনে বিমান বিধ্বস্তের সময় ছিল ৫৯০ শিক্ষার্থী ◈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত, প্রজ্ঞাপন জারি ◈ একই দিনে শহীদ মিনারে সমাবেশ করতে চায় এনসিপি ও ছাত্রদল

প্রকাশিত : ০২ মে, ২০২৫, ০৭:৫৪ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশে পুকুরের পানিতে ভেসে উঠল স্কুল ছাত্রের মরদেহ

মাহবুব সৈয়দ,পলাশ(নরসিংদী)প্রতিনিধি : নরসিংদীর পলাশে পুকুরে ভেসে উঠে হাবিব মিয়া (১২) নামের এক স্কুল ছাত্রের মরদেহ। আজ শুক্রবার (২ মে) সকালে উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রামের একটি পুকুরে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

নিহত হাবিব মিয়া জয়নগর গ্রামের আওলাদ মিয়ার ছেলে ও ডাংগা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তিন ভাই ও এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়। পুলিশ জানায় , বৃহস্পতিবার (১ মে) দুপুর ১২টার দিকে ইয়াসিন নামের এক শিশুর সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে স্কুল ছাত্র হাবিব। গোসল শেষে সাথে থাকা শিশু পাড়ে উঠতে পারলেও হাবিব উঠতে পারেনি। পরে আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় পুকুরে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বেলা এগারটায় ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পলাশ থানা পুলিশ। 

হাবিবের বাবা আওলাদ মিয়া জানান, প্রতি বৃহস্পতিবার বাড়ির পাশের হাসনহাটার ফকিরা এলাকায় নানির বাড়িতে বেড়াতে যায় হাবিব। এটা ভেবেই তার খোঁজ রাখিনি। পরে আজ সকাল সাড়ে ৮টার দিকে পুকুরে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পলাশ থানার উপপরিদর্শক এসআই রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাবিব নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের
মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়