শিরোনাম
◈ জনগণ রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ দেখতে চায় ◈ সুবিধা বঞ্চিত বেনাপোল বন্দর শ্রমিকেরা ◈ ভারত হামলা চালালে পাকিস্তানের পাশে দাঁড়াবে এক কোটি হিন্দু: পিপিপির সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার ◈ করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা, বাংলাদেশ সীমান্তে ভারতের কড়া নজরদারি: রিপোর্ট ◈ ইসলামপন্থি দলগুলো বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে? ◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা ◈ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: প্রধান উপদেষ্টা ◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ

প্রকাশিত : ০১ মে, ২০২৫, ১১:০৪ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামগতিতে অবৈধ ৫ ইটভাটা মালিককে ২০ লাখ টাকা জরিমানা

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধভাবে পরিচালিত ৫ ইটভাটা মালিককে ২০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়। পুনরায় ভাটা চালু না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। 

দিনব্যাপী উপজেলার চররমিজ ইউনিয়নের চরআফজল গ্রামে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। 
দণ্ডপ্রাপ্ত ভাটার মালিকরা হলেন মেসার্স তিশা ব্রিকস স্বত্ত্বাধিকারী মো. সানা উল্যাহ, মেসার্স রিয়াজ ব্রিকসের মালিক মো. রিয়াজ, মেসার্স আমরী ব্রিকসের আমির হোসেন, মেসার্স রফিক ব্রিকসের (১) মো. রফিক ও মেসার্স রফিক বিকসের (২) মো. রফিক। প্রত্যেককেই ৫ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

এনিয়ে গত ৫দিনে রামগতি ও কমলনগর উপজেলায় মোট ১৭টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ৪৭ লাখ ৫০০ টাকা জরিমানা ও ইটভাটাগুলো বন্ধ করে দেয় প্রশাসন।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন বলেন, অবৈধ ইটভাটাগুলোর চিমনি, ভাটা ও বিপুলসংখ্যখ কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে। ভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়। পুনরায় অবৈধ ভাটাগুলো চালু না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আমাদেরকে সহযোগীতা করেছেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। 

এদিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের নির্দশে গত বছরের ডিসেম্বরের ২৯ তারিখ থেকে এখন পর্যন্ত জেলায় সর্বমোট ৩৮টি অভিযানের মাধ্যমে ৫৯টি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
  • সর্বশেষ
  • জনপ্রিয়