শিরোনাম
◈ এশিয়া কাপে তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান ◈ শাহজালালে যাত্রীর সঙ্গে ঢুকতে পারবেন ২ জন, আজ থেকে কার্যকর ◈ মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় বাংলাদেশের জরুরি চিকিৎসা সক্ষমতা নিয়ে প্রশ্ন ◈ জামায়াতের সমাবেশে খরচের পরিমাণ যা জানা গেল ◈ চাঁদাবাজির খবর দেখে আশপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন বিষয়টা কিছুটা হাস্যকর বটে: উমামা ফাতেমা ◈ বাংলা‌দেশ এবার সি‌রিজ খেল‌তে চায় নেপাল অথবা নেদারল্যান্ডসের সাথে ◈ নতুন মেরুকরণের পথে দেশের রাজনীতি ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে দ‌ক্ষিণ  আফ্রিকাকে হা‌রি‌য়ে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ◈ ৯ সে‌প্টেম্বর এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর ◈ চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস এডিবির: রফতানি-উৎপাদনে ধীরগতির প্রভাব

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫, ০৭:০৪ বিকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ারায় পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেপ্তার

এস এম সালাহউদ্দিন, আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন: বারখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঝিউরী এলাকার জব্বার মাঝির বাড়ির বাসিন্দা মৃত বৌদি আলমের পুত্র মোহাম্মদ সাদ্দাম হোসেন (২৮), একই ইউনিয়নের কামাল মেম্বারের বাড়ির, ঝিউরী এলাকার বাসিন্দা নুরুল ইসলামের পুত্র রোকন উদ্দিন (২৮), উপজেলা সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মোহাম্মদ নুরুল হকের পুত্র জাহিদুল ইসলাম প্রকাশ মিন্টু (৩৯), ৬ নং বারখাইন ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সৈয়দ কুচাইয়া কাজীবাড়ি এলাকার বাসিন্দা আবুল কাশেমের পুত্র মোজাম্মেল হক (২৬), এবং হাইলধর ইউনিয়নের হেটিখাইন এলাকার মফিজুর রহমানের বাড়ির বাসিন্দা মফিজুর রহমানের পুত্র শফিউর রহমান(২৭)।

থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা ওয়ারেন্ট ভুক্ত,  মাদকসেবী, চোর এবং  পুলিশের উপর হামলা মামলার আসামি গ্রেফতার। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, “সম্প্রতি এলাকায় বেশ কিছু অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় পুলিশ তৎপরতা বাড়িয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের যথাযথ আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়