শিরোনাম
◈ ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিল বিএনপি: এক বছরে আয় ১৫ কোটি ৬৬ লাখ টাকা ◈ 'মৌসুম যেমনই হোক, বন্ধুত্ব থাকবে', ভারত-মালদ্বীপ সম্পর্কের ‘বরফ গলছে! (ভিডিও) ◈ এশিয়া কাপে তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান ◈ শাহজালালে যাত্রীর সঙ্গে ঢুকতে পারবেন ২ জন, আজ থেকে কার্যকর ◈ মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় বাংলাদেশের জরুরি চিকিৎসা সক্ষমতা নিয়ে প্রশ্ন ◈ জামায়াতের সমাবেশে খরচের পরিমাণ যা জানা গেল ◈ চাঁদাবাজির খবর দেখে আশপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন বিষয়টা কিছুটা হাস্যকর বটে: উমামা ফাতেমা ◈ বাংলা‌দেশ এবার সি‌রিজ খেল‌তে চায় নেপাল অথবা নেদারল্যান্ডসের সাথে ◈ নতুন মেরুকরণের পথে দেশের রাজনীতি ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে দ‌ক্ষিণ  আফ্রিকাকে হা‌রি‌য়ে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫, ০৫:৪৪ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার ঢাকা রোড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম বকুল (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গত সোমবার রাত আনুমানিক ১১ টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের উপজেলার ঢাকা রোড এলাকার আশা ফিলিং স্টেশনের পাশে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী আরিফুল উপজেলা সদরের কেশরতা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। আরিফুল নওগাঁয় একটি দোকানে এসি মেরামতের কাজ করতো। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা সদরের কেশরতা গ্রামের আরিফুল ইসলাম বকুল নওগাঁর একটি দোকানে এসি মেরামতের মেকানিকের কাজ করতো। প্রতিদিনের ন্যায় গত সোমবার রাতে দোকানের কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে উপজেলার আশা ফিলিং স্টেশনের পাশে অজ্ঞাত একটি যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা গুরুত্বর জখম অবস্থায় তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলামকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস.এম মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়