শিরোনাম
◈ চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস এডিবির: রফতানি-উৎপাদনে ধীরগতির প্রভাব ◈ দেশে ভালো কোনো প্রতিষ্ঠান নেই, ব্যাংক খাতের ৮০% অর্থ নিয়ে গেছে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ◈ চাঁদাবাজির অভিযোগে আটক পাঁচ নেতাকে স্থায়ী বহিষ্কার ◈ ওজন কমাতে র‍্যাব কর্মকর্তাকে যে উপদেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্টে ঝুঁকি, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ ◈ মানব বীর্য প্লাজমার প্রতিক্রিয়ায় লিথুয়ানিয়ান নারীর গর্ভধারণে ব্যর্থতা! ◈ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা ◈ নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও নদ-নদীর পানি বৃদ্ধি: কিছু জেলায় আবারও বন্যার শঙ্কা ◈ বিমানবন্দর থেকেই আরও ৮০ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া ◈ গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, হাতেনাতে ৫ জন গ্রেপ্তার

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ০৯:০৮ রাত
আপডেট : ২৯ জুন, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনে ভূমিদস্যু বাহিনীর অত্যাচারের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

এস.এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহা ট: বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলে বাগেরহাটের মোরেলগঞ্জে সংঘবদ্ধ একটি ভূমিদস্যু বাহিনীর অত্যাচারে অতিষ্ট হয়ে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।রবিবার (২৭এপ্রিল) বেলা ১১টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী বাজার ও ইউনিয়ন পরিষদ চত্বরে মাবনবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন শতাধিক পরিবারের সদস্য। ৮ নং ওয়ার্ডের ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় বাসিন্দাদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে রুবি বেগম, ছবি বেগম, শিক্ষক মো. শহিদুল ইসলাম, জুলাই বিপ্লবে শহীদ মাহফুজুর রহমানের পিতা আব্দুল মান্নান হাওলাদার প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা বলেন, ‘নিশানবাড়িয়া ইউনিয়নের ভূমিদস্যু মধু বাহিনীর অত্যাচারে মানুষ অতিষ্ট। বাহিনী প্রধান গুলিশাখালী গ্রামের মধু হাওলাদার একজন পেশাদার অপরাধী। বহু মামলার আসামী। সর্বশেষ গত রবিবার এনায়েতিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মো. শহিদুল ইসলামকে মধুর নেতৃত্বে মারপিট করে গুরুতর জখম করে। ওই শিক্ষকের ৪০ শতক জমি ৪/৫ বছর ধরে জোরপূর্বক দখল করে রেখেছে মধু। এ ছাড়াও ওই গ্রামের আলতাফ হোসেনের ২০ শতক জমি, একই গ্রামের রুবি বেগম, ছবি বেগম ও আব্দুল জলিলকে পিটিয়ে হাত পা ভেঙ্গে দিয়েছে। হরতকিতলা গ্রামের আব্দুল লতিফ শেখের ১ একর জমি দখল করেছে।’ এ বাহিনীর অত্যাচারে এমন অন্তত ২০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন।

এ বিষয়ে মো. মধু হাওলাদার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করে বলেন, তিনি কারও জমি দখল করেননি। তার নিকটততম আত্মীয় ইব্রাহিম হাওলাদারের জমি দেখা শুনা করে সেখানে চাষাবাদ করছেন।

থানার ওসি মো. রাজিব আল রশিদ বলেন, মধু হাওলাদারের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তবে, জমি দখলের বিষয়টি স্থানীয় ও পারিবারিক দ্বন্দ। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়